ভিক্ষুক বেশে অভিনব কৌশলে চুরি, ১০ লক্ষাধিক টাকার চোরাই মালামালসহ আটক

- Update Time : ১০:২৩:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
- / ১৩৪ Time View
চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে তসলিমা আক্তার(৪৮) নামের এক পেশাদার চোরের রানীকে চোরাই মালামাল এবং নগদ টাকাসহ গ্রেফতার করেছে লোহাগাড়া থানা পুলিশ।
বুধবার(২৫ আগষ্ট) রাত ব্যাপী অভিযান চালিয়ে সাতকানিয়া থানাধীন ১১ নং কালিয়াইশ ইউনিয়নের পূর্ব কাঠগড়, বাদশা বাপের বাড়ির ভাড়া বাসা থেকে পেশাদার চোর তসলিমা আক্তারকে গ্রেফতার করা হয়।
আটক তসলিমা ওই এলাকার মৃত জয়নাল আবেদীনের স্ত্রী। সে ভিক্ষুক সেজে বিভিন্ন এলাকায় চুরি করতো।
থানা সূত্রে জানা যায়, গত ২১আগষ্ট খাদিজাতুল কোবরা রাফি নামের এক প্রবাসীর স্ত্রী কক্সবাজার জেলার চকরিয়া এলাকায় বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য লোহাগাড়া থানাধীন, আমিরাবাদ স্টেশনস্থ মুনস্টার নামক দোকানের সামনে বাসের জন্য অপেক্ষা করছিলেন। ওই সময় অজ্ঞাতনামা একজন ভিক্ষুক বেশে তাদের নিকট ভিক্ষা খুঁজতে থাকেন। ভিক্ষুকদের একজন প্রবাসীর স্ত্রীর সাথে থাকা এক মহিলাকে উস্কানীমূলক কথা বলে ক্ষেঁপিয়ে দেন। এতে ভিক্ষুকের সাথে প্রবাসীর স্ত্রীর সাথে থাকা মহিলার বাকবিতণ্ডা হয়। ওই সময় প্রবাসীর স্ত্রী তাদের মধ্যে সৃষ্ট বাকবিতণ্ডা সমাধান করতে গেলে গ্রেফতার তসলিমা সুকৌশলে তার কাঁধে থাকা ব্যাগের চেইন খুলে প্রায় ২ভরি ওজনের স্বর্ণ (২জোড়া কানের দুল, ১টি আংটি) নিয়ে পালিয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজি করেও তসলিমাকে খুঁজে পাওয়া যায়নি।
২৫ আগষ্ট ভূক্তভোগী প্রবাসীর স্ত্রী খাদিজাতুল কোবরা রাফি অজ্ঞাতনামা চোরদের আসামী করে লোহাগাড়া থানায় একটি মামলা করেন। মামলার পরে লোহাগাড়া থানা পুলিশ অভিযানে নামে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, তথ্য-প্রযুক্তির সহায়তায় আসামী সনাক্ত করে সাতকানিয়া থানাধীন ১১ নং কালিয়াইশ ইউনিয়নের পূর্ব কাঠগড়, বাদশা বাপের বাড়ির ভাড়া বাসা থেকে পেশাদার চোর তসলিমা আক্তারকে গ্রেফতার করা হয়। গ্রেফতার তসলিমার বাসা থেকে নগদ ৪ লক্ষ ৫১ হাজার টাকা এবং ৩ ভরি ১১ আনা ২রত্বি স্বর্ণালংকার উদ্ধার করা হয়। যার মধ্যে ৫টি স্বর্ণের আংটি, ২টি স্বর্ণের চেইন, ৪ জোড়া স্বর্ণের কানের দুল, ২টি নাকফুল। ওই স্বর্ণালঙ্কারের মধ্যে একজোড়া কানের দুল এবং একটি আংটি ভূক্তভুগি প্রবাসীর স্ত্রী তার নিজের বলে শনাক্ত করে। গ্রেফতার তসলিমা আক্তারকে আদালতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে লোহাগাড়া থানার পরিদর্শক (ওসি তদন্ত) রবিউল আলম খাঁন জানান, অভিযোগের ভিত্তিতে তথ্য-প্রযুক্তির সহায়তায় পেশাদার চোরকে আটক করতে সক্ষম হই, ২৬ আগষ্ট মঙ্গলবার সকালে যথাযথ আইনে পুলিশ স্কটের মাধ্যমে আদালতে প্রেরন করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়