ঢাকা ০৫:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
চব্বিশের বিজয়ীদের কার্যকলাপে দেশের মানুষ অতিষ্ঠ : কাদের সিদ্দিকী এবার যুক্তরাজ্য থেকে ফেরত পাঠানো হচ্ছে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের ১.২৫ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব পেয়েছে বাংলাদেশ সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ডিআরইউ’র নিন্দা ও প্রতিবাদ দেশের তিনটি স্থলবন্দর বন্ধ করার প্রস্তাব অনুমোদন ভিক্ষুক বেশে অভিনব কৌশলে চুরি, ১০ লক্ষাধিক টাকার চোরাই মালামালসহ আটক লভ্যাংশ দেবে না ইসলামী ব্যাংক যারা নির্বাচনে বাধা দেওয়ার চেষ্টা করবে তারা নিশ্চিহ্ন হবে: ফখরুল উপদেষ্টা হতে চিকিৎসকের ২০০ কোটি টাকা লেনদেন, দুদকের অভিযান প্রকৌশল শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলছে
ঝুঁকিতে সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান ও অসংখ্য পরিবার

পটুয়াখালীতে রাতের আঁধারে মাটি কাটছে প্রভাবশালীরা

এইচ এম মোজাহিদুল ইসলাম নান্নু
  • Update Time : ০৮:৩১:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
  • / ৯৫ Time View

পটুয়াখালীর সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নের পালপাড়া বাজার সংলগ্ন এলাকায় রাতের আঁধারে নদী তীরের মাটি অবৈধভাবে কেটে নিচ্ছে স্থানীয় প্রভাবশালীরা। এতে ঝুঁকির মুখে পড়েছে সড়ক, বাজার, শিক্ষা প্রতিষ্ঠান ও আশপাশের শতাধিক বসতবাড়ি।

অভিযোগ রয়েছে, এ কার্যক্রমের নেতৃত্ব দিচ্ছেন লোহালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল হোসেন মৃধা। প্রতিদিন গভীর রাত থেকে ভোর পর্যন্ত ভেকু ও ডাম্পার ব্যবহার করে বিপুল পরিমাণ মাটি উত্তোলন করে ইটভাটায় বিক্রি করা হচ্ছে। এতে নদীর পাড় ধসে পড়ছে এবং অবকাঠামোতে ফাটল দেখা দিয়েছে।

পালপাড়া বাজারের ব্যবসায়ী মকবুল হোসেন হাওলাদার বলেন,আমাদের বাজারের পাশের রাস্তার একাংশ ইতোমধ্যেই ধসে পড়েছে। ভয় হচ্ছে, যেকোনো সময় পুরো বাজার নদীতে চলে যেতে পারে। বাধা দিলে কামাল মৃধার লোকজন হামলা-মামলার হুমকি দেয়।

অভিভাবকরা জানান, নদী ভাঙনে মাদ্রাসার ভবন ক্ষতিগ্রস্ত হলে শত শত শিক্ষার্থী শিক্ষা থেকে বঞ্চিত হবে। স্থানীয় বাসিন্দা জাকির হোসেন বলেন, আমাদের বাড়িও ঝুঁকিতে পড়েছে। বিষয়টি প্রশাসনকে জানালেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

অভিযুক্ত লোহালিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি কামাল মৃধা অভিযোগ অস্বীকার করে বলেন, আমি আমার পৈতৃক জায়গা বিক্রি করেছি। যারা কিনেছে তারা মাটি কাটছে। আমার বিরুদ্ধে প্রতিপক্ষরা বদনাম ছড়াচ্ছে।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) চন্দন কর বলেন, নদীর পাড় সরকারি হোক বা ব্যক্তিগত জমি—অনুমতি ছাড়া মাটি কাটার সুযোগ নেই। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

অবৈধভাবে নদী‌ পাড়ের মাটি কেটে নেয়ার বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিব বলেন , এভাবে মাটি কাটলে বেড়িবাঁধ ঝুঁকিতে পড়বে। আমাদের প্রশাসনের সাথে সমন্বয় করে আমরা তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার চেষ্টা করবো।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, রাজনৈতিক প্রভাবের কারণে প্রশাসন কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না। তারা অবৈধ মাটি কাটার বিরুদ্ধে দ্রুত কঠোর অভিযান চালানোর দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

ঝুঁকিতে সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান ও অসংখ্য পরিবার

পটুয়াখালীতে রাতের আঁধারে মাটি কাটছে প্রভাবশালীরা

এইচ এম মোজাহিদুল ইসলাম নান্নু
Update Time : ০৮:৩১:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫

পটুয়াখালীর সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নের পালপাড়া বাজার সংলগ্ন এলাকায় রাতের আঁধারে নদী তীরের মাটি অবৈধভাবে কেটে নিচ্ছে স্থানীয় প্রভাবশালীরা। এতে ঝুঁকির মুখে পড়েছে সড়ক, বাজার, শিক্ষা প্রতিষ্ঠান ও আশপাশের শতাধিক বসতবাড়ি।

অভিযোগ রয়েছে, এ কার্যক্রমের নেতৃত্ব দিচ্ছেন লোহালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল হোসেন মৃধা। প্রতিদিন গভীর রাত থেকে ভোর পর্যন্ত ভেকু ও ডাম্পার ব্যবহার করে বিপুল পরিমাণ মাটি উত্তোলন করে ইটভাটায় বিক্রি করা হচ্ছে। এতে নদীর পাড় ধসে পড়ছে এবং অবকাঠামোতে ফাটল দেখা দিয়েছে।

পালপাড়া বাজারের ব্যবসায়ী মকবুল হোসেন হাওলাদার বলেন,আমাদের বাজারের পাশের রাস্তার একাংশ ইতোমধ্যেই ধসে পড়েছে। ভয় হচ্ছে, যেকোনো সময় পুরো বাজার নদীতে চলে যেতে পারে। বাধা দিলে কামাল মৃধার লোকজন হামলা-মামলার হুমকি দেয়।

অভিভাবকরা জানান, নদী ভাঙনে মাদ্রাসার ভবন ক্ষতিগ্রস্ত হলে শত শত শিক্ষার্থী শিক্ষা থেকে বঞ্চিত হবে। স্থানীয় বাসিন্দা জাকির হোসেন বলেন, আমাদের বাড়িও ঝুঁকিতে পড়েছে। বিষয়টি প্রশাসনকে জানালেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

অভিযুক্ত লোহালিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি কামাল মৃধা অভিযোগ অস্বীকার করে বলেন, আমি আমার পৈতৃক জায়গা বিক্রি করেছি। যারা কিনেছে তারা মাটি কাটছে। আমার বিরুদ্ধে প্রতিপক্ষরা বদনাম ছড়াচ্ছে।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) চন্দন কর বলেন, নদীর পাড় সরকারি হোক বা ব্যক্তিগত জমি—অনুমতি ছাড়া মাটি কাটার সুযোগ নেই। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

অবৈধভাবে নদী‌ পাড়ের মাটি কেটে নেয়ার বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিব বলেন , এভাবে মাটি কাটলে বেড়িবাঁধ ঝুঁকিতে পড়বে। আমাদের প্রশাসনের সাথে সমন্বয় করে আমরা তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার চেষ্টা করবো।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, রাজনৈতিক প্রভাবের কারণে প্রশাসন কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না। তারা অবৈধ মাটি কাটার বিরুদ্ধে দ্রুত কঠোর অভিযান চালানোর দাবি জানিয়েছেন।