সিলেট
হজরত শাহপরাণ (রহ.) এর মাজারে দুই দিনব্যাপী ওরস শুরু

- Update Time : ০৭:২৫:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
- / ১০৭ Time View
সিলেটের শাহপরাণস্থ দরগাহ-ই-হজরত শাহপরাণ (রহ.)-এর মাজারে দুই দিনব্যাপী ওরস শুরু হয়েছে আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) থেকে শুরু হয়েছে। ভক্ত আশেকানদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ ওরস সফলভাবে সম্পন্ন করতে মাজার কর্তৃপক্ষ ও সিলেট মেট্রোপলিটন পুলিশ সব প্রস্তুতি গ্রহণ করেছে।
প্রথম দিন সকাল সাড়ে ১০টা থেকে কোরআন খতম ও জিকির – আজকারের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। দ্বিতীয় দিনে গিলাফ চড়ানো হবে। যা ওরসের মূল আনুষ্ঠানিকতা। মধ্যরাতে আখেরি মোনাজাত ও শিরনি বিতরণের মধ্য দিয়ে সমাপ্তি টানা হবে এ বার্ষিক আয়োজনে।
মাজারের খাদেম সাদিকুর রহমান জানান, ভক্তদের অংশগ্রহণ নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এর আগে, মঙ্গলবার (২৬ আগস্ট) সিলেট মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় মাজারের পবিত্রতা রক্ষা, জিয়ারতের উপযোগী পরিবেশ সৃষ্টি ও অইসলামিক কার্যক্রম প্রতিরোধে করণীয় নির্ধারণ করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. রেজাউল করিম জানান, “ওরস চলাকালীন মাজারের পবিত্রতা ও ধর্মীয় মর্যাদা অক্ষুণ্ন রাখতে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। নাচ-গান, অশ্লীলতা বা অইসলামিক কার্যকলাপ কোনোভাবেই সহ্য করা হবে না। পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন থাকবে এবং ড্রোন ক্যামেরার মাধ্যমে পুরো এলাকা মনিটরিং করা হবে।”
তিনি আরও জানান, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে গঠিত তদারকি কমিটি সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়