ঢাকা ০২:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
চব্বিশের বিজয়ীদের কার্যকলাপে দেশের মানুষ অতিষ্ঠ : কাদের সিদ্দিকী এবার যুক্তরাজ্য থেকে ফেরত পাঠানো হচ্ছে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের ১.২৫ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব পেয়েছে বাংলাদেশ সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ডিআরইউ’র নিন্দা ও প্রতিবাদ দেশের তিনটি স্থলবন্দর বন্ধ করার প্রস্তাব অনুমোদন ভিক্ষুক বেশে অভিনব কৌশলে চুরি, ১০ লক্ষাধিক টাকার চোরাই মালামালসহ আটক লভ্যাংশ দেবে না ইসলামী ব্যাংক যারা নির্বাচনে বাধা দেওয়ার চেষ্টা করবে তারা নিশ্চিহ্ন হবে: ফখরুল উপদেষ্টা হতে চিকিৎসকের ২০০ কোটি টাকা লেনদেন, দুদকের অভিযান প্রকৌশল শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলছে

ক্যাম্পাস আনপ্লাগড: কুবিতে গান ও আড্ডার নতুন মঞ্চ

সাজিদুর রহমান, কুবি
  • Update Time : ০১:১৩:০৭ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
  • / ১৯৮ Time View

 

বিশ্ববিদ্যালয় জীবনের পড়াশোনার চাপ আর হাজার ব্যস্ততার মাঝেও আছে এক টুকরো প্রশান্তি, আছে গান ও প্রত্যেকের নিজস্ব সৃজনশীলতা প্রকাশের একেকটি অদ্বিতীয় মাধ্যম। সম্প্রতি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) একদল স্বপ্নবাজ সংগীতপ্রেমীর হাত ধরে সূচনা হয়েছে “ক্যাম্পাস আনপ্লাগড: মিউজিক আড্ডা” নামে এক ভিন্নধর্মী সাংস্কৃতিক প্ল্যাটফর্মের।

বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের হাতে গড়া এ আয়োজন ইতোমধ্যেই তরুণদের মনোযোগ কাড়তে সমর্থ হয়েছে। সাপ্তাহিক ছুটির দিনগুলোতে যখন শিক্ষার্থীরা সন্ধ্যার পর ক্যাম্পাসে আড্ডা দেওয়ার উদ্দেশ্যে বের হন, তখনই প্রধান ফটকে দেখা মেলে একদল তরুণ, ব্যান্ড যন্ত্রপাতিসহ সুরের মূর্ছনায় মাতিয়ে তুলছে আশপাশ। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক হয়ে ওঠে একটি ভ্রাম্যমাণ গানের মঞ্চ। ভিন্নধর্মী এই আয়োজন শুধু শিক্ষার্থীদের মনোরঞ্জনই নয় পাশাপাশি ব্যাপক প্রশংসাও কুড়াচ্ছে প্লাটফর্মটি।

একটি উন্মুক্ত সাংস্কৃতিক মঞ্চ:

শুধু বইপত্র আর ক্লাসরুমে সীমাবদ্ধ থাকা নয়, বরং মেধা, মনন, সংস্কৃতি আর বন্ধুত্বের বিকাশের জন্য শিক্ষার্থীদের দরকার এমন একটি জায়গা যেখানে তারা নিজেদের প্রতিভা তুলে ধরতে পারে। এ চিন্তা থেকেই জন্ম “ক্যাম্পাস আনপ্লাগড”-এর। এখানে শুধু গান নয়, বরং একে অপরের স্বপ্ন, অনুভব আর জীবনের গল্প শোনার সুযোগ তৈরি হচ্ছে।

সূচনার গল্প:

একদিন রুমে প্র্যাকটিস করার সময় ব্যান্ড করার পরিকল্পনা থেকে জন্ম নেয় এ উদ্যোগের। বিশ্ববিদ্যালয়ের কয়েকজন সংগীতপ্রেমী শিক্ষার্থী লিয়ন ত্রিপুরা, ইমন ও শুভ মিলে গড়ে তোলেন প্ল্যাটফর্মটি। বর্তমানে লিয়ন ত্রিপুরা মূল কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সংগীতপ্রেমী শিক্ষার্থীরা এখানে অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন।

“এটা আসলে আমাদের একটি ইনিশিয়েটিভ। এখনো বিশ্ববিদ্যালয়ের কোনো অফিসিয়াল ক্লাবের সঙ্গে যুক্ত হয়নি। তবে আমরা চাই, ধীরে ধীরে এটা একটা স্থায়ী সাংস্কৃতিক প্ল্যাটফর্মে রূপ নিক” বলে জানালেন লিয়ন ত্রিপুরা।

আয়োজন ও পরিকল্পনা:

প্রতি বৃহস্পতিবার অথবা শুক্রবার যেকোনো একদিন আয়োজন করা হচ্ছে নিয়মিত মিউজিক সেশন। সপ্তাহের শেষে গান, আড্ডা আর ছোট কনসার্টের মাধ্যমে শিক্ষার্থীরা খুঁজে নিচ্ছেন আনন্দের নতুন পথ।

ভবিষ্যতে ‘ক্যাম্পাস আনপ্লাগড’কে বড় পরিসরে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন আয়োজকরা। ট্যালেন্ট হান্ট, গানের ওয়ার্কশপ, লাইভ শো-সহ নানা আয়োজনের মাধ্যমে একে সমৃদ্ধ করার স্বপ্ন তাদের। শুধু তাই নয়, সদস্যদের ইচ্ছা আছে নিজেদের লেখা ও সুর করা গান রিলিজ করারও।

ব্যান্ড হিসেবে রূপান্তরের পথে:

যদিও এখনো আনুষ্ঠানিকভাবে ব্যান্ড ঘোষণা করা হয়নি, তবে আয়োজনটির মূল উদ্যোক্তাদের ভাষায় “ক্যাম্পাস আনপ্লাগড” ধীরে ধীরে একটি মিউজিক কালেক্টিভ বা ব্যান্ড হিসেবে দাঁড়াবে । বর্তমানে কভার সং গাওয়া হলেও, নিজেদের মৌলিক সৃষ্টির দিকেও নজর দিচ্ছেন তারা।

এভাবেই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে তৈরি এ সংগীতমঞ্চ শুধু সাংস্কৃতিক বিকাশ নয়, শিক্ষার্থীদের মানসিক শক্তি ও পারস্পরিক বন্ধন তৈরিতেও ভূমিকা রাখছে। গান হয়ে উঠছে তাদের অনুপ্রেরণা, আবারও প্রমাণ করছে শিক্ষা শুধু পাঠ্যবইয়ের ভেতরেই সীমাবদ্ধ নয়, বরং শিল্প-সংস্কৃতি মিলেই গড়ে ওঠে প্রকৃত বিশ্ববিদ্যালয় জীবন।

Please Share This Post in Your Social Media

ক্যাম্পাস আনপ্লাগড: কুবিতে গান ও আড্ডার নতুন মঞ্চ

সাজিদুর রহমান, কুবি
Update Time : ০১:১৩:০৭ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫

 

বিশ্ববিদ্যালয় জীবনের পড়াশোনার চাপ আর হাজার ব্যস্ততার মাঝেও আছে এক টুকরো প্রশান্তি, আছে গান ও প্রত্যেকের নিজস্ব সৃজনশীলতা প্রকাশের একেকটি অদ্বিতীয় মাধ্যম। সম্প্রতি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) একদল স্বপ্নবাজ সংগীতপ্রেমীর হাত ধরে সূচনা হয়েছে “ক্যাম্পাস আনপ্লাগড: মিউজিক আড্ডা” নামে এক ভিন্নধর্মী সাংস্কৃতিক প্ল্যাটফর্মের।

বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের হাতে গড়া এ আয়োজন ইতোমধ্যেই তরুণদের মনোযোগ কাড়তে সমর্থ হয়েছে। সাপ্তাহিক ছুটির দিনগুলোতে যখন শিক্ষার্থীরা সন্ধ্যার পর ক্যাম্পাসে আড্ডা দেওয়ার উদ্দেশ্যে বের হন, তখনই প্রধান ফটকে দেখা মেলে একদল তরুণ, ব্যান্ড যন্ত্রপাতিসহ সুরের মূর্ছনায় মাতিয়ে তুলছে আশপাশ। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক হয়ে ওঠে একটি ভ্রাম্যমাণ গানের মঞ্চ। ভিন্নধর্মী এই আয়োজন শুধু শিক্ষার্থীদের মনোরঞ্জনই নয় পাশাপাশি ব্যাপক প্রশংসাও কুড়াচ্ছে প্লাটফর্মটি।

একটি উন্মুক্ত সাংস্কৃতিক মঞ্চ:

শুধু বইপত্র আর ক্লাসরুমে সীমাবদ্ধ থাকা নয়, বরং মেধা, মনন, সংস্কৃতি আর বন্ধুত্বের বিকাশের জন্য শিক্ষার্থীদের দরকার এমন একটি জায়গা যেখানে তারা নিজেদের প্রতিভা তুলে ধরতে পারে। এ চিন্তা থেকেই জন্ম “ক্যাম্পাস আনপ্লাগড”-এর। এখানে শুধু গান নয়, বরং একে অপরের স্বপ্ন, অনুভব আর জীবনের গল্প শোনার সুযোগ তৈরি হচ্ছে।

সূচনার গল্প:

একদিন রুমে প্র্যাকটিস করার সময় ব্যান্ড করার পরিকল্পনা থেকে জন্ম নেয় এ উদ্যোগের। বিশ্ববিদ্যালয়ের কয়েকজন সংগীতপ্রেমী শিক্ষার্থী লিয়ন ত্রিপুরা, ইমন ও শুভ মিলে গড়ে তোলেন প্ল্যাটফর্মটি। বর্তমানে লিয়ন ত্রিপুরা মূল কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সংগীতপ্রেমী শিক্ষার্থীরা এখানে অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন।

“এটা আসলে আমাদের একটি ইনিশিয়েটিভ। এখনো বিশ্ববিদ্যালয়ের কোনো অফিসিয়াল ক্লাবের সঙ্গে যুক্ত হয়নি। তবে আমরা চাই, ধীরে ধীরে এটা একটা স্থায়ী সাংস্কৃতিক প্ল্যাটফর্মে রূপ নিক” বলে জানালেন লিয়ন ত্রিপুরা।

আয়োজন ও পরিকল্পনা:

প্রতি বৃহস্পতিবার অথবা শুক্রবার যেকোনো একদিন আয়োজন করা হচ্ছে নিয়মিত মিউজিক সেশন। সপ্তাহের শেষে গান, আড্ডা আর ছোট কনসার্টের মাধ্যমে শিক্ষার্থীরা খুঁজে নিচ্ছেন আনন্দের নতুন পথ।

ভবিষ্যতে ‘ক্যাম্পাস আনপ্লাগড’কে বড় পরিসরে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন আয়োজকরা। ট্যালেন্ট হান্ট, গানের ওয়ার্কশপ, লাইভ শো-সহ নানা আয়োজনের মাধ্যমে একে সমৃদ্ধ করার স্বপ্ন তাদের। শুধু তাই নয়, সদস্যদের ইচ্ছা আছে নিজেদের লেখা ও সুর করা গান রিলিজ করারও।

ব্যান্ড হিসেবে রূপান্তরের পথে:

যদিও এখনো আনুষ্ঠানিকভাবে ব্যান্ড ঘোষণা করা হয়নি, তবে আয়োজনটির মূল উদ্যোক্তাদের ভাষায় “ক্যাম্পাস আনপ্লাগড” ধীরে ধীরে একটি মিউজিক কালেক্টিভ বা ব্যান্ড হিসেবে দাঁড়াবে । বর্তমানে কভার সং গাওয়া হলেও, নিজেদের মৌলিক সৃষ্টির দিকেও নজর দিচ্ছেন তারা।

এভাবেই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে তৈরি এ সংগীতমঞ্চ শুধু সাংস্কৃতিক বিকাশ নয়, শিক্ষার্থীদের মানসিক শক্তি ও পারস্পরিক বন্ধন তৈরিতেও ভূমিকা রাখছে। গান হয়ে উঠছে তাদের অনুপ্রেরণা, আবারও প্রমাণ করছে শিক্ষা শুধু পাঠ্যবইয়ের ভেতরেই সীমাবদ্ধ নয়, বরং শিল্প-সংস্কৃতি মিলেই গড়ে ওঠে প্রকৃত বিশ্ববিদ্যালয় জীবন।