ঢাকা ০২:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সিংহ একাই শিকার করে : মোদিকে থালাপতি বিজয়ের হুঁশিয়ারি!

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : ০৮:৪১:২৯ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
  • / ১৫৯ Time View

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছেন জনপ্রিয় অভিনেতা ও নবীন রাজনীতিক থালাপতি বিজয়। সম্প্রতি মাদুরাইয়ে পারাপাথিতে দলের দ্বিতীয় রাজ্য সম্মেলনে ভাষণ দেন তিনি। হাজারও সমর্থকের সামনে দেওয়া তার বক্তব্যে বিজেপিকে ‘আদর্শগত শত্রু’ এবং ক্ষমতাসীন ডিএমকেকে ‘রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী’ হিসেবে ঘোষণা করেন এই তারকা রাজনীতিক।

বিজয়ের দেওয়া একটি মন্তব্য ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তিনি বলেন, “সিংহ সবসময় সিংহই থাকে। সে একবার গর্জন করলে আট কিলোমিটার দূর পর্যন্ত প্রতিধ্বনি শোনা যায়। জঙ্গলে যত শিয়ালই থাকুক, রাজা সবসময় সিংহই থাকে।

সিংহ শিকারের জন্য বেরোয়, বিনোদনের জন্য নয়। সিংহ একাই শিকার করে। বনে যত শেয়াল থাকুক না কেন, রাজা কিন্তু একটাই-সিংহ।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিজয়ের এই মন্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ইঙ্গিত করেই করা হয়েছে। এটি তার জনপ্রিয়তা ও নেতৃত্বের আত্মবিশ্বাস প্রকাশ করে।

বিজয় তার ভাষণে জানান, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তার দল তামিলগা ভেট্রি কাজগম (টিভিকে) কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোট করবে না।

তিনি বলেন, “আমাদের একমাত্র আদর্শগত শত্রু বিজেপি এবং রাজনৈতিক শত্রু ডিএমকে। টিভিকে কোনো সুবিধাভোগীদের দল নয়। তেমন কারো সঙ্গে আমরা জোটবদ্ধ হবো না।”

বিজেপির সঙ্গে জোটের গুজব নাকচ করে তিনি স্পষ্ট করেন, টিভিকে কোনো ধর্মবিরোধী দল নয়, বরং জনগণের দল। তার দাবি, তামিলনাড়ুর মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করবে।

জনসেবা ও নৈতিক স্পষ্টতার ওপর দাঁড়িয়ে বিজয় টিভিকে-কে ‘বিঘ্নকারী শক্তি’ হিসেবে চিত্রিত করেন। বিজেপিকে তিনি আখ্যা দেন ‘জনবিরোধী নীতি’ অনুসরণকারী এবং ‘কেন্দ্রীভূত শাসন মডেল’-এর দল হিসেবে।

তামিলনাড়ুর শিক্ষার্থীদের কষ্টকে কেন্দ্র অবহেলা করছে বলে অভিযোগ করে থালাপতি বিজয় সতর্ক করেন, আঞ্চলিক উদ্বেগ উপেক্ষা করলে বিজেপিকে রাজনৈতিক মূল্য দিতে হবে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেন, “এনইইটি বাতিল করুন! আপনি কি পারবেন, নরেন্দ্র মোদি আগরওয়াল?” বিজয়ের অভিযোগ, একগুঁয়েমির কারণে কেন্দ্র শিক্ষার্থীদের ওপর এই পরীক্ষা চাপিয়ে দিয়েছে।

তামিল রাজনীতিতে সিনেমার তারকাদের প্রভাব নতুন নয়। এনটি রামা রাও থেকে জয়ললিতা, কামাল হাসান পর্যন্ত অনেকেই রাজনীতিতে শক্ত অবস্থান গড়েছেন। এবার থালাপতি বিজয়ও একটি শক্তিশালী তৃতীয় রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হতে পারেন বলে মনে করছেন বিশ্লেষকরা।

২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচন ঘিরে বিজয়ের এই ঘোষণা তামিল রাজনীতিতে নতুন উত্তেজনা তৈরি করেছে।

Please Share This Post in Your Social Media

সিংহ একাই শিকার করে : মোদিকে থালাপতি বিজয়ের হুঁশিয়ারি!

আন্তর্জাতিক ডেস্ক
Update Time : ০৮:৪১:২৯ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছেন জনপ্রিয় অভিনেতা ও নবীন রাজনীতিক থালাপতি বিজয়। সম্প্রতি মাদুরাইয়ে পারাপাথিতে দলের দ্বিতীয় রাজ্য সম্মেলনে ভাষণ দেন তিনি। হাজারও সমর্থকের সামনে দেওয়া তার বক্তব্যে বিজেপিকে ‘আদর্শগত শত্রু’ এবং ক্ষমতাসীন ডিএমকেকে ‘রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী’ হিসেবে ঘোষণা করেন এই তারকা রাজনীতিক।

বিজয়ের দেওয়া একটি মন্তব্য ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তিনি বলেন, “সিংহ সবসময় সিংহই থাকে। সে একবার গর্জন করলে আট কিলোমিটার দূর পর্যন্ত প্রতিধ্বনি শোনা যায়। জঙ্গলে যত শিয়ালই থাকুক, রাজা সবসময় সিংহই থাকে।

সিংহ শিকারের জন্য বেরোয়, বিনোদনের জন্য নয়। সিংহ একাই শিকার করে। বনে যত শেয়াল থাকুক না কেন, রাজা কিন্তু একটাই-সিংহ।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিজয়ের এই মন্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ইঙ্গিত করেই করা হয়েছে। এটি তার জনপ্রিয়তা ও নেতৃত্বের আত্মবিশ্বাস প্রকাশ করে।

বিজয় তার ভাষণে জানান, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তার দল তামিলগা ভেট্রি কাজগম (টিভিকে) কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোট করবে না।

তিনি বলেন, “আমাদের একমাত্র আদর্শগত শত্রু বিজেপি এবং রাজনৈতিক শত্রু ডিএমকে। টিভিকে কোনো সুবিধাভোগীদের দল নয়। তেমন কারো সঙ্গে আমরা জোটবদ্ধ হবো না।”

বিজেপির সঙ্গে জোটের গুজব নাকচ করে তিনি স্পষ্ট করেন, টিভিকে কোনো ধর্মবিরোধী দল নয়, বরং জনগণের দল। তার দাবি, তামিলনাড়ুর মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করবে।

জনসেবা ও নৈতিক স্পষ্টতার ওপর দাঁড়িয়ে বিজয় টিভিকে-কে ‘বিঘ্নকারী শক্তি’ হিসেবে চিত্রিত করেন। বিজেপিকে তিনি আখ্যা দেন ‘জনবিরোধী নীতি’ অনুসরণকারী এবং ‘কেন্দ্রীভূত শাসন মডেল’-এর দল হিসেবে।

তামিলনাড়ুর শিক্ষার্থীদের কষ্টকে কেন্দ্র অবহেলা করছে বলে অভিযোগ করে থালাপতি বিজয় সতর্ক করেন, আঞ্চলিক উদ্বেগ উপেক্ষা করলে বিজেপিকে রাজনৈতিক মূল্য দিতে হবে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেন, “এনইইটি বাতিল করুন! আপনি কি পারবেন, নরেন্দ্র মোদি আগরওয়াল?” বিজয়ের অভিযোগ, একগুঁয়েমির কারণে কেন্দ্র শিক্ষার্থীদের ওপর এই পরীক্ষা চাপিয়ে দিয়েছে।

তামিল রাজনীতিতে সিনেমার তারকাদের প্রভাব নতুন নয়। এনটি রামা রাও থেকে জয়ললিতা, কামাল হাসান পর্যন্ত অনেকেই রাজনীতিতে শক্ত অবস্থান গড়েছেন। এবার থালাপতি বিজয়ও একটি শক্তিশালী তৃতীয় রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হতে পারেন বলে মনে করছেন বিশ্লেষকরা।

২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচন ঘিরে বিজয়ের এই ঘোষণা তামিল রাজনীতিতে নতুন উত্তেজনা তৈরি করেছে।