ঢাকা ০৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ২৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
প্রতিষ্ঠার দুই দশক পর টাইমস হায়ার র‍্যাঙ্কিংয়ে মাভাবিপ্রবি বঙ্গবন্ধুর প্রতিকৃতি প্রদর্শনসংক্রান্ত অনুচ্ছেদ সংবিধান থেকে বিলুপ্তি চায় জাতীয় ঐকমত্য কমিশন ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার উৎসর্গ করলেন মারিয়া ৯ মাসে ইতালিতে পাড়ি জমানো অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে সবচেয়ে বেশি বাংলাদেশী প্রত্যেক উপদেষ্টাই বিদেশি নাগরিক : রুমিন ফারহানা আবারও ফিল্মফেয়ারের মঞ্চ মাতাবেন শাহরুখ ইসলামি শক্তিকে ক্ষমতায় আনতে হবে: চরমোনাই পীর আমলাতন্ত্রকে একটি নির্দিষ্ট দলের পকেটে নেওয়ার চেষ্টা হচ্ছে: মির্জা ফখরুল মিশরের বিচার বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে প্রধান বিচারপতির বৈঠক কারামুক্ত শহিদুল আলম, গেলেন তুরস্কে

তেতুলিয়ায় অবৈধ ড্রেজার মেশিন জব্দ

সাব্বির হোসেন, পঞ্চগড় প্রতিনিধি
  • Update Time : ০৩:০২:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
  • / ৩৮৪ Time View

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদীতে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে পাথর ও বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। গত কয়েকদিন থেকে এই অভিযান পরিচালনা করছে তেঁতুলিয়া উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার ইউনিয়নের গণাগছ এলাকায় করতোয়া নদীতে অভিযান চালানো হয়। উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরু এ অভিযান পরিচালনা করেন।

এসময় পরিবেশ বিধ্বংসী ০৫টি অবৈধ মোডিফাইড ড্রেজার মেশিন, ৪টি পাম্প, অনুমানিক ৩২০ ফিট পাইপসহ আনুসঙ্গিক মালামাল জব্দ করা হয়। অভিযানের সময়  উপস্থিত স্থানীয় জনসাধারণকে অবৈধ ড্রেজার মেশিনের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে উদ্বুদ্ধ করা হয় ।

ঘটনাস্থলে সংশ্লিষ্ট অবৈধ মেশিনের মালিকেরা অনুপস্থিত থাকায় তাদের বিরুদ্ধে নিয়মিত মামলার করার জন্য তেঁতুলিয়া মডেল থানা পুলিশকে নির্দেশনা প্রদান করা হয়েছে।

অভিযানে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ, ভজনপুর বিজিবি ক্যাম্পের সদস্য ও গ্রামপুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। জানাগেছে দীর্ঘ দিন বন্ধ থাকলেও ৫ আগষ্টের পর তেঁতুলিয়ায় হঠাৎ করেই  অবৈধ ড্রেজার মেশিন দিয়ে পাথর উত্তোলন শুরু করে অসাধু কিছু প্রভাবশালী পাথর বালু ব্যবসায়ী। প্রশাসনের বার বার অভিযানের পরও আইনকে তোয়াক্কা না করে বেপোরোয়া ভাবে ড্রেজার মেশিন চালিয়ে পাথর উত্তোলন অব্যাহত রাখে তারা। এঘটনায় পূর্বের মতোই পরিবেশ বিদ্ধংসী ড্রেজার মেশিন বন্ধ এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য  সচেতন সমাজ ও পরিবেশবাদীরা ফুঁসে উঠে। ধীরে ধীরে এই দাবি গণদাবিতে পরিণত হয়।

 তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহীন খসরু জানান, এই অভিযান অব্যাহত থাকবে। অবৈধ ড্রেজার মেশিনের বিরুদ্ধে প্রশাসন জিরো টলারেন্স অবস্থান নিয়েছে। যে পরিচয়ের হোক না কেন ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে পাথর তোলার সাথে জড়িত থাকলে আইনী ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

তেতুলিয়ায় অবৈধ ড্রেজার মেশিন জব্দ

সাব্বির হোসেন, পঞ্চগড় প্রতিনিধি
Update Time : ০৩:০২:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদীতে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে পাথর ও বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। গত কয়েকদিন থেকে এই অভিযান পরিচালনা করছে তেঁতুলিয়া উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার ইউনিয়নের গণাগছ এলাকায় করতোয়া নদীতে অভিযান চালানো হয়। উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরু এ অভিযান পরিচালনা করেন।

এসময় পরিবেশ বিধ্বংসী ০৫টি অবৈধ মোডিফাইড ড্রেজার মেশিন, ৪টি পাম্প, অনুমানিক ৩২০ ফিট পাইপসহ আনুসঙ্গিক মালামাল জব্দ করা হয়। অভিযানের সময়  উপস্থিত স্থানীয় জনসাধারণকে অবৈধ ড্রেজার মেশিনের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে উদ্বুদ্ধ করা হয় ।

ঘটনাস্থলে সংশ্লিষ্ট অবৈধ মেশিনের মালিকেরা অনুপস্থিত থাকায় তাদের বিরুদ্ধে নিয়মিত মামলার করার জন্য তেঁতুলিয়া মডেল থানা পুলিশকে নির্দেশনা প্রদান করা হয়েছে।

অভিযানে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ, ভজনপুর বিজিবি ক্যাম্পের সদস্য ও গ্রামপুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। জানাগেছে দীর্ঘ দিন বন্ধ থাকলেও ৫ আগষ্টের পর তেঁতুলিয়ায় হঠাৎ করেই  অবৈধ ড্রেজার মেশিন দিয়ে পাথর উত্তোলন শুরু করে অসাধু কিছু প্রভাবশালী পাথর বালু ব্যবসায়ী। প্রশাসনের বার বার অভিযানের পরও আইনকে তোয়াক্কা না করে বেপোরোয়া ভাবে ড্রেজার মেশিন চালিয়ে পাথর উত্তোলন অব্যাহত রাখে তারা। এঘটনায় পূর্বের মতোই পরিবেশ বিদ্ধংসী ড্রেজার মেশিন বন্ধ এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য  সচেতন সমাজ ও পরিবেশবাদীরা ফুঁসে উঠে। ধীরে ধীরে এই দাবি গণদাবিতে পরিণত হয়।

 তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহীন খসরু জানান, এই অভিযান অব্যাহত থাকবে। অবৈধ ড্রেজার মেশিনের বিরুদ্ধে প্রশাসন জিরো টলারেন্স অবস্থান নিয়েছে। যে পরিচয়ের হোক না কেন ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে পাথর তোলার সাথে জড়িত থাকলে আইনী ব্যবস্থা নেয়া হবে।