বরগুনায় ৩৬৫ মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান

- Update Time : ০২:৩৮:২১ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
- / ২৯২ Time View
বরগুনার ছয় উপজেলার ৩৬৫ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদ কর্তৃক শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।
জেলা পরিষদ এর আয়োজনে সোমবার (১৮ আগস্ট) দুপুর ১২টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের “সুবর্ণজয়ন্তী সম্মেলন কক্ষে এ শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয়।
মেধাবী শিক্ষার্থীদের হাতে চেক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বরগুনা জেলা প্রশাসক ও জেলা পরিষদ প্রশাসক মোহাম্মদ শফিউল আলম।
মোধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে বরগুনা জেলা পরিষদ’র প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) অরবিন্দ বিশ্বস এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস।
জেলা পরিষদ সূত্রে জানা গেছে- বরগুনা জেলার ছয়টি উপজেলা থেকে ২০২৪ সালে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে যাচাই ও বাছাই শেষে ৩৬৫ জন মেধাবী শিক্ষার্থী নির্বাচিত হয়। এর মধ্যে বরগুনা সদর উপজেলা থেকে ১৭৯, আমতলী থেকে ৭২, তালতলী থেকে ০৭, বেতাগী থেকে ২৬, পাথরঘাটা থেকে ৫২ ও বামনা উপজেলা থেকে ২৯ জনকে ৫ (পাঁচ) হাজার টাকা করে মোট ৩৬৫ মেধাবী শিক্ষার্থীকে ১৮ লক্ষ ২৫ হাজার টাকা শিক্ষাবৃত্তি হিসেবে চেক প্রদান করা হয়।