পঞ্চগড়ে সাবেক এমপি স্ত্রীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

- Update Time : ০৪:৫৮:১৬ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
- / ১৩৯২ Time View
পঞ্চগড়ে সাবেক এমপি নাঈমুজ্জামান ভুঁইয়া মুক্তার স্ত্রী মেজর কাজী মৌসুমি (অব)বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৭ আগষ্ট) দুপুরে পঞ্চগড় বণিক সমিতির রৌশনাবাগ অফিসে এ সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী কয়েকজন সেনা সদস্য (অব)।৬৭ লাখ টাকা আত্মাসাতের অভিযোগ তুলেছেন তারা। বিষয়টি জেলা প্রশাসক সহ সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগও দায়ের করেছেন।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন,পঞ্চগড় জেলা শহরের রৌশনাবাগ এলাকায় ২০১০ সালের নভেম্বর মাসে গ্রীণ মাল্টিপারপাস সোসাইটি নামে সংস্থাটি প্রতিষ্ঠিত হয়।সংস্থাটি সমবায় অধিদপ্তরের অনুমোদন নিয়ে ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনা করে আসছিলো।প্রতিষ্ঠানের চেয়ারম্যান মেজর কাজী মৌসুমী (অবসর)।প্রতিষ্ঠানে মাসিক মুনাফা প্রকল্প টাকা জমা রাখার জন্য একটি প্রকল্প ছিল।কাজী মৌসুমি তার প্রতিষ্ঠানের প্রকল্পে নির্দিষ্ট অংকের টাকা জমা করার বিষয়ে উৎসাহিত করেন এবং
সংস্থাটির জিএম এনামুল হক আমাদেরকে ব্যাংকের থেকে বেশি মুনাফা (১৫ শতাংশ) দেয়ার প্রলোভন দেখিয়ে ২০২১ সালে প্রায় ৬৭ লক্ষ টাকা হাতিয়ে নেন।এ বিষয়ে সংস্থার চেয়ারম্যান ও জিএম এর স্বাক্ষরে বিনিয়োগকারীদের সাথে লিখিত চুক্তিও হয়।বিনিয়োগের পর কয়েকমাস মুনাফা দিয়ে পরে বন্ধ করে দেয়।
তারা বলেন,কাজী মৌসুমির স্বামী নাঈমুজ্জামান ভুঁইয়া মুক্তা আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেয়ে জাতীয় নির্বাচন ২০২৪ সালে করার সময় আমাদের বিনিয়োগের টাকা খরচ করে ফেলেন এবং এমপি নির্বাচিত হন।পরে কাজী মৌসুমির সাথে বার বার যোগাযোগ করে শেয়ার সদ্যসের টাকা চাইতে গেলে বিভিন্নভাবে টালবাহানা করে এবং হুমকি দেন।পরবর্তীতে আমরা গত বছরের অক্টোবরে লিগ্যাল নোটিশ প্রদান করা স্বত্বেও বিবাদী লিগ্যাল নোটিশের জবাব দেন নাই।
এসময় তারা আরও বলেন,পঞ্চগড়ের প্রায় শতাধিক ক্ষুদ্র বিনিয়োগকারীর প্রায় সাড়ে তিন কোটি টাকা নিয়ে বর্তমানে চেয়ারম্যন এবং জিএম উধাও। অফিস তালা বন্ধ করে রেখেছে।সকল কার্যক্রম বন্ধ রয়েছে।বিনিয়োগকারীরা প্রতিনিয়ত অফিসের সামনে ভীর করছেন।
সংবাদ সম্মেলনে সেনা সদস্য ( অব:) আব্দুল মালেক,সেনা সদস্য শাসসুল হক (অব),সেনা সদস্য আবুল হাশেম (অব),আবুল হাসেম,শাসুদ্দিন আহমেদ,শহীদুল ইসলাম,কামরুজ্জামান পারভেজ বক্তব্য রাখেন।উপস্থিত ছিলেন-মুক্তিযোদ্ধা,ব্যবসায়ি এবং গণমাধ্যমকর্মীরা।
এ ব্যাপারে মেজর কাজী মৌসুমি (অব) ও জিএম এনামুল হকের মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়