কুষ্টিয়া সীমান্তে বিজিবির সফল অভিযান: ফেন্সিডিল সহ ৩ মাদক কারবারি আটক

- Update Time : ১১:১৪:৪২ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
- / ৪৩ Time View
কুষ্টিয়া মিরপুর ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর একটি সফল মাদকবিরোধী অভিযানে ৫৪ বোতল ফেন্সিডিল ও ২টি মোবাইল ফোনসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লেফটেন্যান্ট কর্নেল মোঃ মাহবুব মুর্শেদ রহমান, পিএসসি,অধিনায়ক, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর দিকনির্দেশনায় এবং তত্ত্বাবধানে গত ১৫ আগস্ট রাত আনুমানিক ২৩:২০ টায় এই অভিযান পরিচালিত হয়।
দৌলতপুর উপজেলার চিলমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৫৭/২-১এস থেকে প্রায় ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মুন্সিপাড়া এলাকায় নম্বর-৫৭৫৮০ হাবিলদার মঞ্জুর মোর্শেদের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
আটককৃতরা হলেন: ১.মোঃ স্বপন মন্ডল (২৩),পিতা: গাজী মন্ডল
২. মোঃ শরিফুল ইসলাম (৩৫),পিতা: মৃত দুল্লুক মন্ডল
(উভয়ের ঠিকানা: গ্রাম চরুইকুরি মরার পারা, ডাকঘর ইনসাফনগর, থানা দৌলতপুর, জেলা কুষ্টিয়া)
৩.মোঃ রাসেল (২০), পিতা: খলিলুর রহমান
(ঠিকানা: গ্রাম মুন্সিপাড়া, ডাকঘর ইনসাফনগর, থানা দৌলতপুর, জেলা কুষ্টিয়া)।বিজিবি সদস্যরা তাদের কাছ থেকে মোট ৫৪ বোতল ফেন্সিডিল এবং ২টি মোবাইল ফোন জব্দ করেন।
জব্দকৃত মাদক ও মালামালের আনুমানিক বাজারমূল্য ৫৩,৬০০/- টাকা।
আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের দৌলতপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিজিবির নিয়মিত এই ধরনের তৎপরতা সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে,অভিযান অব্যাহত থাকবে।