ঢাকা ০৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

৫ আগস্ট ফ্যাসিবাদের পতন ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে : প্রভাষক বশির উদ্দিন

মোঃ হানিফ হোসেন
  • Update Time : ০৪:৫৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
  • / ৭৩ Time View

গাজীপুরের টঙ্গীতে ৫ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতনের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত বিজয় র‍্যালিতে বিএনপি নেতৃবৃন্দ দাবি করেছেন, এই দিন বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের ইতিহাসে একটি স্বর্ণাক্ষরে লেখা অধ্যায় হয়ে থাকবে।

মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১১টায় টঙ্গী পশ্চিম থানা বিএনপির সভাপতি প্রভাষক বশির উদ্দিনের নেতৃত্বে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চেরাগআলী থেকে বিশাল বিজয় র‍্যালি শুরু হয়।

সকাল ১০টা থেকেই টঙ্গী পশ্চিম থানা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন ওয়ার্ডের হাজারো নেতা-কর্মী মিছিল নিয়ে চেরাগআলীতে জড়ো হন।

পরে বশির উদ্দিনের নেতৃত্বে র‍্যালিটি মহাসড়ক অবরোধ করে টঙ্গী সরকারি কলেজ গেইট এলাকা প্রদক্ষিণ করে পুনরায় চেরাগআলীতে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিজয় মিছিল পরবর্তী সমাবেশে প্রভাষক বশির উদ্দিন বলেন,“৫ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গণজাগরণের এক অনন্য দিন।

এদিন ছাত্র-জনতার রক্ত, ত্যাগ আর সাহসী সংগ্রামের মাধ্যমে আওয়ামী ফ্যাসিবাদের পতন ঘটে। আজ আমরা সেই বিজয়ের এক বছর পূর্তি উদযাপন করছি। এই বিজয় কেবল রাজনৈতিক পরিবর্তন নয়, এটি মুক্তির প্রতীক, গণতন্ত্রের প্রতীক। এই বিজয় প্রমাণ করেছে—জনগণের ঐক্য এবং সাহসের কাছে কোনো স্বৈরশাসন টিকে থাকতে পারে না।

তিনি আরও বলেন,“আমরা এই অর্জনকে সংরক্ষণ করব, গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠন করব এবং শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করব। বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের প্রতিটি নেতা-কর্মী জনগণের পাশে থাকবে, যত দিন পর্যন্ত না প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়।

এসময় আরও বক্তব্য দেন গাজীপুর মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরন ও টঙ্গী পশ্চিম থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক প্রত্যয় বেপারী।

সমাবেশে উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান নূর, সিনিয়র যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, ৫৫ নং ওয়ার্ড কাউন্সিলর আবুল হাশেম গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক শেখ সুমন, টঙ্গী পশ্চিম থানা যুবদলের সদস্য সচিব সেলিম কাজল ৫১ নং ওয়ার্ড সভাপতি সাত্তার হোসেন ৫৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জালাল মাহমুদ এবং টিপু বেলাল খানসহ  বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

৫ আগস্ট ফ্যাসিবাদের পতন ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে : প্রভাষক বশির উদ্দিন

মোঃ হানিফ হোসেন
Update Time : ০৪:৫৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫

গাজীপুরের টঙ্গীতে ৫ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতনের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত বিজয় র‍্যালিতে বিএনপি নেতৃবৃন্দ দাবি করেছেন, এই দিন বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের ইতিহাসে একটি স্বর্ণাক্ষরে লেখা অধ্যায় হয়ে থাকবে।

মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১১টায় টঙ্গী পশ্চিম থানা বিএনপির সভাপতি প্রভাষক বশির উদ্দিনের নেতৃত্বে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চেরাগআলী থেকে বিশাল বিজয় র‍্যালি শুরু হয়।

সকাল ১০টা থেকেই টঙ্গী পশ্চিম থানা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন ওয়ার্ডের হাজারো নেতা-কর্মী মিছিল নিয়ে চেরাগআলীতে জড়ো হন।

পরে বশির উদ্দিনের নেতৃত্বে র‍্যালিটি মহাসড়ক অবরোধ করে টঙ্গী সরকারি কলেজ গেইট এলাকা প্রদক্ষিণ করে পুনরায় চেরাগআলীতে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিজয় মিছিল পরবর্তী সমাবেশে প্রভাষক বশির উদ্দিন বলেন,“৫ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গণজাগরণের এক অনন্য দিন।

এদিন ছাত্র-জনতার রক্ত, ত্যাগ আর সাহসী সংগ্রামের মাধ্যমে আওয়ামী ফ্যাসিবাদের পতন ঘটে। আজ আমরা সেই বিজয়ের এক বছর পূর্তি উদযাপন করছি। এই বিজয় কেবল রাজনৈতিক পরিবর্তন নয়, এটি মুক্তির প্রতীক, গণতন্ত্রের প্রতীক। এই বিজয় প্রমাণ করেছে—জনগণের ঐক্য এবং সাহসের কাছে কোনো স্বৈরশাসন টিকে থাকতে পারে না।

তিনি আরও বলেন,“আমরা এই অর্জনকে সংরক্ষণ করব, গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠন করব এবং শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করব। বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের প্রতিটি নেতা-কর্মী জনগণের পাশে থাকবে, যত দিন পর্যন্ত না প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়।

এসময় আরও বক্তব্য দেন গাজীপুর মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরন ও টঙ্গী পশ্চিম থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক প্রত্যয় বেপারী।

সমাবেশে উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান নূর, সিনিয়র যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, ৫৫ নং ওয়ার্ড কাউন্সিলর আবুল হাশেম গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক শেখ সুমন, টঙ্গী পশ্চিম থানা যুবদলের সদস্য সচিব সেলিম কাজল ৫১ নং ওয়ার্ড সভাপতি সাত্তার হোসেন ৫৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জালাল মাহমুদ এবং টিপু বেলাল খানসহ  বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।