আমার ডিপ্রেশনের সমস্যাটা জিনগত: আমির কন্যা

- Update Time : ০৭:১৯:৩৮ অপরাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩
- / ১৪৬ Time View
গত পাঁচ বছর ধরে মানসিক অবসাদের সঙ্গে লড়াই করছেন বলিউড অভিনেতা আমির খানের মেয়ে ইরা খান। সম্প্রতি একটি সংবাদমাধ্যমের সঙ্গে আলাপে বিষয়টি নিয়ে তিনি খোলামেলা কথা বলেছেন।
হিন্দুন্তান টাইমসের এক প্রতিবেদন থেকে জানা যায়, ইরা যে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন, সেটা বুঝতে অনেক সময় লেগেছিল তার। শুধু তাই নয়, একটা সময় দিনে প্রায় ৮ ঘণ্টা কান্না করতেন আর ১০ ঘণ্টা ঘুমিয়ে পার করতেন বলেও জানান এই তারকা কন্যা।
ইরার মতে, ‘মাত্র পাঁচ বছর বয়সে বাবা-মা’র আলাদা হয়ে যাওয়াটাকে স্বাভাবিক মনে হয় হয়নি। এরপর দেড় বছর ধরে মনমরা হয়ে ছিলাম। খাওয়া-দাওয়া বন্ধ করে দিয়েছিলাম।’
ইরা আরও বলেন, তার পরিবারের অনেকের মানসিক সমস্যা আছে।
ইরা জানান, তিনি ক্লিনিক্যাল ডিপ্রেশনে আক্রান্ত। যা প্রতি ৮-১০ মাসে এই ফিরে আসে। আমির কন্যা বলেন, ‘এটি মূলত জিনগত সমস্যা। সাইকোলজিক্যালও। কিছুটা সামাজিক প্রভাবও রয়েছে। পুরোটা বুঝতে আমার সময় লেগেছে। আমার পরিবারের অনেকেরই মানসিক সমস্যা রয়েছে। আমি নিজে সঠিক পথ খুঁজে নেইনি এবং ডিপ্রেশনের শিকার হয়েছি।’
আমিরের সঙ্গে মা রিনা দত্তের বিচ্ছেদ হয় ২০০২ সালে। ১৮ বছরের দীর্ঘ দাম্পত্যে ইতি টেনেছিলেন তারা। ওই সময়ের অভিজ্ঞতা জানিয়ে ইরা বলেন, ‘বাবা-মায়ের বিচ্ছেদ ঘটারই ছিল, তবুও আমার মন খারাপ হয়ে গিয়েছিল। আমি কাউকে কিছু বলিনি যেহেতু তারা চিন্তিত হয়ে পড়বেন আমাকে নিয়ে।’
তবে এখন আগের তুলনায় অনেকটাই সুস্থ ইরা। সম্প্রতি বাবা আমির ও মা রিনার সাহায্যে অগস্ত্য ফাউন্ডেশনের স্থাপন করেছেন তিনি। ইরার এই সংগঠনের লক্ষ্যই হল, যারা মানসিক সমস্যায় ভুগছেন তাদের সাহায্য করা।