ঢাকা ০৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

নির্মাণাধীন ভবনের ছাদধস: ঘটনাস্থল পরিদর্শনে ইউজিসির প্রতিনিধি দল

আসাদুল্লাহ আল গালিব, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
  • Update Time : ০৩:৪৯:২৮ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫
  • / ২৯৪ Time View

ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের ছাদধসের ঘটনাস্থল পরিদর্শন করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রতিনিধি দল। রবিবার (৩ আগস্ট) দুপুরে ইউজিসির পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়ার নেতৃত্বে চার সদস্যের দলটি পরিদর্শনে যায়।

পরিদর্শনকালে প্রতিনিধি দল নির্মাণস্থলের অবকাঠামো, ধসেপড়া অংশ এবং নির্মাণকাজের নথিপত্র খতিয়ে দেখে। তারা সংশ্লিষ্ট প্রকৌশলী, ঠিকাদার ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলাদাভাবে কথা বলেন। প্রতিনিধি দল দ্রুততম সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন প্রস্তুত করে ইউজিসিতে জমা দেবে বলে জানায়।

এ বিষয়ে ইউজিসির প্রতিনিধি দলের আহ্বায়ক মোহাম্মদ মাকছুদুর রহমান বলেন, “আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সরেজমিনে সবকিছু পর্যালোচনা করেছি। নির্মাণকাজের গুণগত মান, ব্যবহৃত নির্মাণসামগ্রী এবং কাজের তদারকির বিষয়গুলো গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে না।”

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের ছাদের একটি অংশ হঠাৎ ধসে পড়ে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার পর ইউজিসি চার সদস্যের তদন্ত কমিটি গঠন করে।

Please Share This Post in Your Social Media

নির্মাণাধীন ভবনের ছাদধস: ঘটনাস্থল পরিদর্শনে ইউজিসির প্রতিনিধি দল

আসাদুল্লাহ আল গালিব, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
Update Time : ০৩:৪৯:২৮ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫

ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের ছাদধসের ঘটনাস্থল পরিদর্শন করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রতিনিধি দল। রবিবার (৩ আগস্ট) দুপুরে ইউজিসির পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়ার নেতৃত্বে চার সদস্যের দলটি পরিদর্শনে যায়।

পরিদর্শনকালে প্রতিনিধি দল নির্মাণস্থলের অবকাঠামো, ধসেপড়া অংশ এবং নির্মাণকাজের নথিপত্র খতিয়ে দেখে। তারা সংশ্লিষ্ট প্রকৌশলী, ঠিকাদার ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলাদাভাবে কথা বলেন। প্রতিনিধি দল দ্রুততম সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন প্রস্তুত করে ইউজিসিতে জমা দেবে বলে জানায়।

এ বিষয়ে ইউজিসির প্রতিনিধি দলের আহ্বায়ক মোহাম্মদ মাকছুদুর রহমান বলেন, “আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সরেজমিনে সবকিছু পর্যালোচনা করেছি। নির্মাণকাজের গুণগত মান, ব্যবহৃত নির্মাণসামগ্রী এবং কাজের তদারকির বিষয়গুলো গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে না।”

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের ছাদের একটি অংশ হঠাৎ ধসে পড়ে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার পর ইউজিসি চার সদস্যের তদন্ত কমিটি গঠন করে।