ব্রেকিং নিউজঃ
লালবাগে অস্ত্রসহ ৩ জন গ্রেফতার

রাজধানী ডেস্ক
- Update Time : ১০:৪৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
- / ৩৬৯ Time View
রাজধানীতে অস্ত্রসহ তিনজনকে গ্রেফতার করেছে লালবাগ থানা পুলিশ। তাদের কাছ থেকে ২টি সুইচ গিয়ার ছুরি উদ্ধার করা হয়।
বুধবার রাজধানীর লালবাগ থানাধীন বেড়িবাঁধসংলগ্ন শহীদনগর শ্মশানঘাট এলাকা থেকে গ্রেফতাররা হলো- সোহাগ, রাহাত ও রবিউল ইসলাম। দিনব্যাপী এ অভিযান পরিচালিত হয় বলে জানিয়েছেন লালবাগ থানার ওসি মোহাম্মদ মোস্তফা কামাল খান।
ওসি জানান, লালবাগ থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ তিনজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে দুটি সুইচ গিয়ার ছুরি উদ্ধার করা হয়। এ ঘটনায় লালবাগ থানায় একটি মামলা হয়েছে। লালবাগ থানা এলাকায় অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে ওসি জানান।