রংপুরে মিথ্যা ও হয়রানিমুলক মামলার প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের সাংবাদিক সম্মেলন

- Update Time : ১০:০৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
- / ১৪৩ Time View
অভ্যুত্থানকে কেন্দ্র করে মিথ্যা ও হয়রানিমুলক মামলার প্রতিবাদে রংপুরে সাংবাদিক সম্মেলন করেছে বাম গণতান্ত্রিক জোট।
শনিবার (২৬ জুলাই) দুপুরে রংপুর নগরীর স্থানীয় এক কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য তুলে ধরেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক আনোয়ার হোসেন বাবলু।
তিনি লিখিত সংবাদ সম্মেলন বলেন, ২০২৪ সালের ছাত্র-শ্রমিক-জনতার অংশগ্রহণে সংঘটিত আন্দোলনের মাধ্যমে গণঅভ্যুত্থান ঘটে। সেই অভ্যুত্থানকে কেন্দ্র করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষিত হয়রানিমূলক মিথ্যা মামলা বন্ধের প্রতিশ্রুতি সত্ত্বেও এক স্বার্থান্বেষী মহল সারা দেশে শিক্ষক-কর্মচারীসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার নিরপরাধ ও সম্মানিত ব্যক্তিবর্গকে উদ্দেশ্য প্রণোদিতভাবে মামলা দিয়ে হয়রানি করছে।
এরই ধারাবাহিকতায় রংপুরে কারমাইকেল কলেজিয়েট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো:আব্দুল ওয়াহেদ মিঞার নামে মিথ্যা ও হয়রানিমুলক মামলা দায়ের করা হয়েছে। যা রংপুর মহানগর তাজহাট থানায় মামলা নম্বর ১৪। এই মামলায় তাকে ১৯ নম্বর এজাহারভুক্ত আসামি করা হয়েছে। অথচ কারমাইকেল কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল ওয়াহেদ মিঞা তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি রংপুরের আহ্বায়ক ও কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি রংপুর জেলার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
আপনারা জানেন, তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি ফ্যাসিবাদী হাসিনা সরকারের নেওয়া দুর্নীতিপূর্ণ প্রকল্প রামপাল বিদ্যুৎ কেন্দ্র, উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন, রেন্টাল ও কুইকরেন্টাল প্রকল্পের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লুণ্ঠন ও বিদেশে পাচারের বিরুদ্ধে আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছে। অধ্যক্ষ আব্দুল ওয়াহেদ মিঞা ছিলেন রংপুর অঞ্চলের এই আন্দোলনের প্রথম সারির নেতা।
শুধু তাই নয় ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত গণঅভ্যুত্থানে প্রগতিশীল ছাত্র সংগঠনের নেতে-কর্মীদেরব পাশে ছিলেন। পরামর্শ ও সহযোগিতা দিয়েছেন। অথচ ২০২৫ সালে এসে নিজেদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে তাকে মামলায় জড়ানো হয়েছে। যা আমাদের দৃষ্টিতে সম্পূর্ণভাবে সম্মানহানি ও হয়রানিমূলক।
লিখিত বক্তব্যে অন্তর্বর্তীকালীন সরকারের আইন ও স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলেন, অধ্যক্ষ আব্দুল ওয়াহেদ মিঞার যেন কোনো ধরনের হয়রানি না ঘটে। তার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করে প্রকৃত দোষীদের শাস্তি নিশ্চিত করার দাবী জানাচ্ছি।
মিথ্যা ও হয়রানিমুলক মামলার প্রতিবাদে আগামী ২৯ জুলাই মঙ্গলবার সকাল ১১টায় বাম গণতান্ত্রিক জোট ও বাংলাদেশ জাসদ রংপুরের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল ও বিক্ষোভ সমাবেশের আয়োজনের কথাও জানান সংবাদ সম্মেলন থেকে।
সংবাদ সম্মেলনে বাম গণতান্ত্রিক জোট, সিপিবি, বাসদ ও বাংলাদেশ জাসদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়