ঢাকা ০৭:০১ অপরাহ্ন, শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ভিডিও বানানো ১২ তরুণের নামে মামলা

চট্টগ্রাম প্রতিনিধি
  • Update Time : ০৪:১১:২৪ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
  • / ৯৩ Time View

চট্টগ্রামের কর্ণফুলীতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিলের আদলে টিকটক ভিডিও বানানোর অভিযোগে ১২ তরুণকে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ।

শুক্রবার (২৫ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগর ৬ নম্বর ওয়ার্ডের কালা মিয়ার দোকান এলাকায় এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন— মো. সাইফুল ইসলাম, আব্দুর রহমান জাহেদ, আরাফাত হোসেন মিনহাজ, আশরাফুল জামাল রিয়াদ, ফোরকান, ইয়াছিন আরাফাত, আব্দুল করিম আদর, আবু হাছনাইন বিজয়, মো. ইকবাল, আশিকুল ইসলাম আকাশ, শরীফুল ইসলাম এবং আকিফুল ইসলাম আকিব।

মামলা হওয়া এসব তরুণের বয়স ১৮ থেকে ১৯ বছরের মধ্যে। তারা কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ও চরলক্ষ্যা ইউনিয়নের বাসিন্দা।

এর আগে শুক্রবার বেলা তিনটার দিকে উপজেলার খোয়াজনগর থেকে এই ১২ জনকে আটক করে পুলিশ। স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, গ্রেপ্তার তরুণেরা একটি ফেসবুক পেজ চালান। ওই পেজে বিভিন্ন ভিডিও আপলোড করেন তারা।

এর ধারাবাহিকতায় শুক্রবার বিকেলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে রাস্তায় মিছিলের আদলে তারা ভিডিও বানাচ্ছিলেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের আটক করে পুলিশ।

কর্ণফুলী থানার এক উপপরিদর্শক বলেন, আটককৃতরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে রাস্তায় মিছিলের মতো করে টিকটক ভিডিও বানাচ্ছিল। এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে। তবে ভিডিওটি তারা ফেসবুকে আপলোড করতে পারেনি।

আটক যুবক জাহেদের বাবা মো. জাহাঙ্গীর আলম জানান, ছেলেরা মিলে দুষ্টুমির ছলে ভিডিও করছিল। সেখানে ‘জয় বাংলা’ বলেছে—এ কারণে পুলিশ তাদের ধরে এনেছে। আমার ছেলে ভোটার হলেও অন্যরা এখনও অপ্রাপ্তবয়স্ক। তারা রাতভর থানায় ছিলেন। কিন্তু ছেলেদের ছাড়িয়ে নিতে পারেননি। ভিডিও বানানোর জন্য ছেলেদের সঙ্গে এমন করা হলো। তারা কেউ রাজনীতিতে জড়িত না। মনে হচ্ছে, কেউ গোপনে হিংসাত্মক মনোভাবে পুলিশকে খবর দিয়ে ফাঁসিয়েছে।

জানা গেছে, আটক তরুণরা ‘চুলকানি বাহিনী ফানি বিনোদন’ নামের একটি ফেসবুক পেজ পরিচালনা করেন, যেখানে মাঝেমধ্যে মজার ভিডিও প্রকাশ করেন তারা।

এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ জানান, ‘১২ তরুণের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। আজ শনিবার তাদের আদালতে পাঠানো হবে।’

Please Share This Post in Your Social Media

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ভিডিও বানানো ১২ তরুণের নামে মামলা

চট্টগ্রাম প্রতিনিধি
Update Time : ০৪:১১:২৪ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫

চট্টগ্রামের কর্ণফুলীতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিলের আদলে টিকটক ভিডিও বানানোর অভিযোগে ১২ তরুণকে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ।

শুক্রবার (২৫ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগর ৬ নম্বর ওয়ার্ডের কালা মিয়ার দোকান এলাকায় এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন— মো. সাইফুল ইসলাম, আব্দুর রহমান জাহেদ, আরাফাত হোসেন মিনহাজ, আশরাফুল জামাল রিয়াদ, ফোরকান, ইয়াছিন আরাফাত, আব্দুল করিম আদর, আবু হাছনাইন বিজয়, মো. ইকবাল, আশিকুল ইসলাম আকাশ, শরীফুল ইসলাম এবং আকিফুল ইসলাম আকিব।

মামলা হওয়া এসব তরুণের বয়স ১৮ থেকে ১৯ বছরের মধ্যে। তারা কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ও চরলক্ষ্যা ইউনিয়নের বাসিন্দা।

এর আগে শুক্রবার বেলা তিনটার দিকে উপজেলার খোয়াজনগর থেকে এই ১২ জনকে আটক করে পুলিশ। স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, গ্রেপ্তার তরুণেরা একটি ফেসবুক পেজ চালান। ওই পেজে বিভিন্ন ভিডিও আপলোড করেন তারা।

এর ধারাবাহিকতায় শুক্রবার বিকেলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে রাস্তায় মিছিলের আদলে তারা ভিডিও বানাচ্ছিলেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের আটক করে পুলিশ।

কর্ণফুলী থানার এক উপপরিদর্শক বলেন, আটককৃতরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে রাস্তায় মিছিলের মতো করে টিকটক ভিডিও বানাচ্ছিল। এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে। তবে ভিডিওটি তারা ফেসবুকে আপলোড করতে পারেনি।

আটক যুবক জাহেদের বাবা মো. জাহাঙ্গীর আলম জানান, ছেলেরা মিলে দুষ্টুমির ছলে ভিডিও করছিল। সেখানে ‘জয় বাংলা’ বলেছে—এ কারণে পুলিশ তাদের ধরে এনেছে। আমার ছেলে ভোটার হলেও অন্যরা এখনও অপ্রাপ্তবয়স্ক। তারা রাতভর থানায় ছিলেন। কিন্তু ছেলেদের ছাড়িয়ে নিতে পারেননি। ভিডিও বানানোর জন্য ছেলেদের সঙ্গে এমন করা হলো। তারা কেউ রাজনীতিতে জড়িত না। মনে হচ্ছে, কেউ গোপনে হিংসাত্মক মনোভাবে পুলিশকে খবর দিয়ে ফাঁসিয়েছে।

জানা গেছে, আটক তরুণরা ‘চুলকানি বাহিনী ফানি বিনোদন’ নামের একটি ফেসবুক পেজ পরিচালনা করেন, যেখানে মাঝেমধ্যে মজার ভিডিও প্রকাশ করেন তারা।

এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ জানান, ‘১২ তরুণের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। আজ শনিবার তাদের আদালতে পাঠানো হবে।’