শ্রীপুরে বিএনপি নেতার বাড়ীতে ডাকাতি, নগদ টাকাসহ ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট
- Update Time : ০২:৩৯:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
- / ১৬৮ Time View
গাজীপুরের শ্রীপুর পৌর ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আফাজ উদ্দিন মন্ডলের বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।
শনিবার (২৬ জুলাই) ভোর রাত ৩ টায় পৌরসভার মধ্যে ভাংনাহাটি আফাজ উদ্দিন প্রধানের বাড়ীতে এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাত দল বিএনপি নেতার পরিবার কে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ দশ লাখ টাকা এবং ১০ ভরি স্বর্ণালঙ্কার লুটে নেয়।
ভুক্তভোগী আফাজ উদ্দিন মণ্ডল জানান, রাত নুমানিক ৩ টার দিকে ১৫-২০ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল লোহার গেটের তালা ভেঙে বাড়িতে প্রবেশ করে। প্রত্যেকের মুখ গামছা দিয়ে বাঁধা এবং হাতে দেশীয় অস্ত্র ছিল। তারা ঘরে ঢুকে তাঁকে, তাঁর ছেলে ও ছেলের স্ত্রীকে ঘুম থেকে ডেকে তুলে হাত-পা বেঁধে ফেলে। পরে তাদের কাছ থেকে মোবাইল ফোন ও আলমারি-ওয়ারড্রবের চাবি নিয়ে নেয় ডাকাতরা। তিনি আরও জানান, ডাকাত দল ঘরের আসবাবপত্র তছনছ করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে পালিয়ে যায়। ডাকাতির সময় পরিবারের সদস্যরা চরম আতঙ্কে ছিলেন এবং ডাকাতরা প্রায় ৪০ মিনিট ধরে বাড়ির ভিতরে তাণ্ডব চালায়। অস্ত্রের মুখে জিম্মি করে নগদ দশ লাখ টাকা এবং ১০ ভরি স্বর্ণালঙ্কার লুটে নেয়।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক জানান, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।



























































































































































































