ঢাকা ০৭:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
প্রকল্প বাস্তবায়নে পরিবেশ রক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে – পরিবেশ উপদেষ্টা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা ভারত-পাকিস্তান পূর্ণ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে : ডোনাল্ড ট্রাম্প ভারতের সঙ্গে যুদ্ধবিরতির কথা নিশ্চিত করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী পারিবারিক অনুষ্ঠানে গেলেন বেগম খালেদা জিয়া প্রায় ৫২ মিলিয়ন মানুষ বাংলাদেশে বন্যার ঝুঁকির মধ্যে থাকবে : পরিবেশ উপদেষ্টা রাজনৈতিক দল নিষিদ্ধ সব সমস্যার সমাধান নয়: গয়েশ্বর বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে চায় না : মির্জা ফখরুল লঞ্চে দুই তরুণীকে প্রকাশ্যে মারধর, যুবক আটক শাহবাগ ছেড়ে এবার ইন্টারকন্টিনেন্টাল মোড়ে আন্দোলনকারীরা

সামনের দিনগুলো আমার হবে: অ্যাম্বার হার্ড

নওরোজ বিনোদন ডেস্ক
  • Update Time : ১১:০৩:৫২ অপরাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০২৩
  • / ১৪২ Time View

প্রাক্তন স্বামী জনি ডেপের সঙ্গে মামলায় হারার পরই যুক্তরাষ্ট্র ছেড়ে স্পেনে পাড়ি জমান অভিনেত্রী অ্যাম্বার হার্ড।

মেয়েকে নিয়ে সেখানেই স্বায়ী আভাস গড়েন তিনি। এতে অনেকেই ধারণা করেছিলেন হলিউডকে বিদায় জানাবেন এই অভিনেত্রী।

তবে সকল জল্পনা-কল্পনাকে পেছনে ফেলে কিছুদিন আগেই তিনি হলিউড সিনেমায় নতুন মোড়কে ফেরার ঘোষণা দেন।

জানা গিয়েছিল, একাধিক সিনেমা নিয়ে ফিরছেন তিনি। সেই তালিকায় রয়েছে ‘ইন দ্য ফায়ার’ সিনেমাটি।

ইতোমধ্যে সিনেমাটি ঘিরে হলিউড প্রেমীদের মাঝে বেশ কৌতুহলও তৈরি হয়েছে। শুধু তাই নয়, নিজের কামব্যাক করা সিনেমাটি নিয়ে দারুণ আশাবাদী এই অভিনেত্রী।

হার্ড বলেন, মামলায় হেরে যাওয়ার পর থেকে মানসিক অবসাদে ভুগছিলাম। তবে ধীরে ধীরে তা কাটিয়ে উঠছি এবং নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি। আমার বিশ্বাস, ইন দ্য ফায়ার এতে সহায়ক ভূমিকাপালন করবে।’

এদিকে সিনেমাটি ঘিরে দর্শক আগ্রহ তুঙ্গে থাকলেও নিজের চরিত্র এবং গল্প নিয়ে তেমন কিছুই জানাননি অ্যাম্বার। তবে এবার কিছুটা খোলাসা করলেন তিনি। সেখানেই নিজের নতুন সিনেমা নিয়ে কথা বলেন হার্ড।

অনুষ্ঠানে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সিনেমাটিতে অতিপ্রাকৃত গল্পের প্রভাবের পাশাপাশি প্রেমের বিষয়গুলো উঠে আসবে। তবে এখনই সিনেমাটির পুরো গল্প এবং চরিত্র নিয়ে কথা বলতে চাই না। এটুকু বলবো, এটি একটি রোমান্টিক সিনেমা।’ শুধুই এই সিনেমাটিই নয়, বর্তমানে অ্যাম্বারের হাতে রয়েছে সুপারহিরো সিনেমা অ্যাকুয়াম্যানের সিক্যুয়েল এবং লস্ট কিংডম সিনেমা দুটির কাজ।

অ্যাম্বার বলেন, ‘চলতি বছর একাধিক সিনেমা মুক্তি পাবে। প্রতিটি সিনেমাতেই দারুণ সব গল্প চরিত্র থাকছে। মনে হচ্ছে, সামনের দিনগুলো আমার হবে।’

Please Share This Post in Your Social Media

সামনের দিনগুলো আমার হবে: অ্যাম্বার হার্ড

নওরোজ বিনোদন ডেস্ক
Update Time : ১১:০৩:৫২ অপরাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০২৩

প্রাক্তন স্বামী জনি ডেপের সঙ্গে মামলায় হারার পরই যুক্তরাষ্ট্র ছেড়ে স্পেনে পাড়ি জমান অভিনেত্রী অ্যাম্বার হার্ড।

মেয়েকে নিয়ে সেখানেই স্বায়ী আভাস গড়েন তিনি। এতে অনেকেই ধারণা করেছিলেন হলিউডকে বিদায় জানাবেন এই অভিনেত্রী।

তবে সকল জল্পনা-কল্পনাকে পেছনে ফেলে কিছুদিন আগেই তিনি হলিউড সিনেমায় নতুন মোড়কে ফেরার ঘোষণা দেন।

জানা গিয়েছিল, একাধিক সিনেমা নিয়ে ফিরছেন তিনি। সেই তালিকায় রয়েছে ‘ইন দ্য ফায়ার’ সিনেমাটি।

ইতোমধ্যে সিনেমাটি ঘিরে হলিউড প্রেমীদের মাঝে বেশ কৌতুহলও তৈরি হয়েছে। শুধু তাই নয়, নিজের কামব্যাক করা সিনেমাটি নিয়ে দারুণ আশাবাদী এই অভিনেত্রী।

হার্ড বলেন, মামলায় হেরে যাওয়ার পর থেকে মানসিক অবসাদে ভুগছিলাম। তবে ধীরে ধীরে তা কাটিয়ে উঠছি এবং নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি। আমার বিশ্বাস, ইন দ্য ফায়ার এতে সহায়ক ভূমিকাপালন করবে।’

এদিকে সিনেমাটি ঘিরে দর্শক আগ্রহ তুঙ্গে থাকলেও নিজের চরিত্র এবং গল্প নিয়ে তেমন কিছুই জানাননি অ্যাম্বার। তবে এবার কিছুটা খোলাসা করলেন তিনি। সেখানেই নিজের নতুন সিনেমা নিয়ে কথা বলেন হার্ড।

অনুষ্ঠানে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সিনেমাটিতে অতিপ্রাকৃত গল্পের প্রভাবের পাশাপাশি প্রেমের বিষয়গুলো উঠে আসবে। তবে এখনই সিনেমাটির পুরো গল্প এবং চরিত্র নিয়ে কথা বলতে চাই না। এটুকু বলবো, এটি একটি রোমান্টিক সিনেমা।’ শুধুই এই সিনেমাটিই নয়, বর্তমানে অ্যাম্বারের হাতে রয়েছে সুপারহিরো সিনেমা অ্যাকুয়াম্যানের সিক্যুয়েল এবং লস্ট কিংডম সিনেমা দুটির কাজ।

অ্যাম্বার বলেন, ‘চলতি বছর একাধিক সিনেমা মুক্তি পাবে। প্রতিটি সিনেমাতেই দারুণ সব গল্প চরিত্র থাকছে। মনে হচ্ছে, সামনের দিনগুলো আমার হবে।’