ঢাকা ১০:২৯ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
জয়নাল আবেদিন

আমাদের নাম ব্যবহার করে চাঁদাবাজি করতে গেলে গুলি করে দেব

রাজনীতি ডেস্ক
  • Update Time : ০৫:৩২:০৯ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫
  • / ১৭ Time View

ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদিন বলেছেন, নির্বাচন ঘনিয়ে আসছে, আপনারা তৈরি হয়ে যান। তাদের দেখিয়ে দেন আমরা মানুষের কল্যাণে কাজ করছি। আল্লাহর রহমতে নিরঙ্কুশ ভোটে বিজয় লাভ করে বিএনপি ক্ষমতায় আসবে। তার মধ্য দিয়ে ন্যায়বিচার, আইনের শাসন ও মানুষের বেঁচে থাকার অধিকার নিশ্চিত হবে।

জয়নাল আবেদিন বলেন, কোনো রকম গুণ্ডামি-পাণ্ডামি দিয়ে নয়, কাজের মাধ্যমেই জনগণকে আমরা বাঁচিয়ে রাখব। যদি কেউ আমাদের নাম ব্যবহার করে এসব (চাঁদাবাজি-সন্ত্রাস) করতে যায়, তাহলে সর্বপ্রথম আমি তাদের গুলি করে দেব।

শুক্রবার (১৮ জুলাই) বিকেল ৫টার দিকে ফেনী শহরের প্রেসক্লাবের সামনে জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণে আয়োজিত মৌন মিছিল পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন তিনি।

অধ্যাপক জয়নাল আবেদিন বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আশা করি ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দেবেন। বিএনপি ক্ষমতায় আসলে এসব হত্যাকাণ্ড চালাবে না। তাদের কাউকে অনুসরণ করে যদি বিএনপির কোনো নেতাকর্মী সন্ত্রাস-চাঁদাবাজি বা খুন-খারাবি করে তাহলে তাৎক্ষণিক দল থেকে বহিষ্কারের নির্দেশ রয়েছে। কোনো গুণ্ডা-পাণ্ডা নিয়ে বিএনপি রাজনীতি করবে না।

সমাবেশে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক বেলাল আহমেদ বলেন, এ সরকারের কর্মকাণ্ডে মতলববাজ সরকার আখ্যা দেওয়া যায়। এমন হলে জনগণ আপনাদেরও ধরবে। যারা এক সময় বিএনপির কাঁধে ভর করেই রাজনীতি করার সুযোগ পেয়েছে, তারা এখন বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র করছে। আমরা এসব কোনোভাবে মেনে নেব না।

জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে ও সদস্যসচিব আলাল উদ্দিন আলালের পরিচালনায় এতে আরও বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জালাল উদ্দিন আহমেদ মজুমদার, মশিউর রহমান বিপ্লব, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রফেসর এম এ খালেক, গাজী হাবিব উল্ল্যাহ মানিক ও আনোয়ার হোসেন পাটোয়ারী।

Please Share This Post in Your Social Media

জয়নাল আবেদিন

আমাদের নাম ব্যবহার করে চাঁদাবাজি করতে গেলে গুলি করে দেব

রাজনীতি ডেস্ক
Update Time : ০৫:৩২:০৯ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদিন বলেছেন, নির্বাচন ঘনিয়ে আসছে, আপনারা তৈরি হয়ে যান। তাদের দেখিয়ে দেন আমরা মানুষের কল্যাণে কাজ করছি। আল্লাহর রহমতে নিরঙ্কুশ ভোটে বিজয় লাভ করে বিএনপি ক্ষমতায় আসবে। তার মধ্য দিয়ে ন্যায়বিচার, আইনের শাসন ও মানুষের বেঁচে থাকার অধিকার নিশ্চিত হবে।

জয়নাল আবেদিন বলেন, কোনো রকম গুণ্ডামি-পাণ্ডামি দিয়ে নয়, কাজের মাধ্যমেই জনগণকে আমরা বাঁচিয়ে রাখব। যদি কেউ আমাদের নাম ব্যবহার করে এসব (চাঁদাবাজি-সন্ত্রাস) করতে যায়, তাহলে সর্বপ্রথম আমি তাদের গুলি করে দেব।

শুক্রবার (১৮ জুলাই) বিকেল ৫টার দিকে ফেনী শহরের প্রেসক্লাবের সামনে জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণে আয়োজিত মৌন মিছিল পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন তিনি।

অধ্যাপক জয়নাল আবেদিন বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আশা করি ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দেবেন। বিএনপি ক্ষমতায় আসলে এসব হত্যাকাণ্ড চালাবে না। তাদের কাউকে অনুসরণ করে যদি বিএনপির কোনো নেতাকর্মী সন্ত্রাস-চাঁদাবাজি বা খুন-খারাবি করে তাহলে তাৎক্ষণিক দল থেকে বহিষ্কারের নির্দেশ রয়েছে। কোনো গুণ্ডা-পাণ্ডা নিয়ে বিএনপি রাজনীতি করবে না।

সমাবেশে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক বেলাল আহমেদ বলেন, এ সরকারের কর্মকাণ্ডে মতলববাজ সরকার আখ্যা দেওয়া যায়। এমন হলে জনগণ আপনাদেরও ধরবে। যারা এক সময় বিএনপির কাঁধে ভর করেই রাজনীতি করার সুযোগ পেয়েছে, তারা এখন বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র করছে। আমরা এসব কোনোভাবে মেনে নেব না।

জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে ও সদস্যসচিব আলাল উদ্দিন আলালের পরিচালনায় এতে আরও বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জালাল উদ্দিন আহমেদ মজুমদার, মশিউর রহমান বিপ্লব, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রফেসর এম এ খালেক, গাজী হাবিব উল্ল্যাহ মানিক ও আনোয়ার হোসেন পাটোয়ারী।