হারবাং বন বিটের উচ্ছেদ অভিযানে দখলমুক্ত সরকারি জমি

- Update Time : ০৬:৪৬:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
- / ৪০ Time View
চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের চুনতি রেঞ্জের আওতাধীন হারবাং বনবিট এলাকায় বনবিভাগের উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
১৮ জুলাই (শুক্রবার) সকাল ১০টার দিকে হারবাং ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের শান্তিনগর এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এসময় বনভূমি দখল করে অবৈধভাবে গড়ে উঠা ২টি বসতবাড়ি গুড়িয়ে দিয়ে আনুমানিক ৩০ শতাংশ জায়গা উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত জায়গায় শতাধিক নানান প্রজাতির বৃক্ষরোপন করা হয়।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতিকুর রহমানের সার্বিক সহযোগিতায় ও চুনতি রেঞ্জ কর্মকর্তা মো. আবীর হাসানের নির্দেশনায়, হারবাং বনবিট কর্মকর্তা একে.এম. আবু সাঈদ ও সহকারী বনবিট কর্মকর্তা আরিফুল ইসলামের নেতৃত্বে হারবাং ইউনিয়ন পরিষদের সচিব মোজাহের আহমেদ, ২নম্বর ওয়ার্ডের এমইউপি মো. সরওয়ার ওসমান খোকা , ১, ২, ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত এমইউপি পারভীন আক্তারের উপস্থিতিতে সঙ্গীয় বনকর্মী এবং স্থানীয় গ্রাম পুলিশদের সাথে নিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান শেষে বনবিট কর্মকর্তা এ.কে.এম আবু সাঈদ বলেন, হারবাং বনবিটের আওতাধীন বনভূমিতে অবৈধভাবে গড়ে তোলা ২টি বসতবাড়ি আমরা গুড়িয়ে দিয়েছি। এ অভিযানে বনবিভাগের আনুমানিক ৩০ শতাংশ জায়গা উদ্ধার করা হয়েছে এবং উদ্ধারকৃত জায়গায় বিভিবন্ন প্রজাতির শতাধিক গাছের চারা রোপণ করা হয়েছে।