গোপালগঞ্জে হামলার প্রতিবাদে রংপুরে জামায়াত ও এনসিপি’র বিক্ষোভ-সমাবেশ

- Update Time : ০৮:২৭:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
- / ৬৮ Time View
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র ওপর আওয়ামী লীগ ও ছাত্রলীগের হামলা, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে নগরীর শাপলা চত্ত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে রংপুর জেলা ও মহানগর জামায়াত।
মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শাপলা চত্ত্বরে এসে শেষ হয়। সেখানে বক্তব্য রাখেন, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মাহবুবার রহমান বেলাল, মহানগর জামায়াতের আমীর আজম খানসহ অন্যরা।
বক্তারা বলেন, গোপালগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ কর্মসূচিতে আওয়ামী ফ্যাসিবাদের সন্ত্রাসী, দোসররা হামলা চালিয়েছে। যে কোন রাজনৈতিক দলের কর্মসূচী বাস্তবায়নে সহযোগিতা করা প্রশাসনের দায়িত্ব। কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী সেই দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে। গোপালগঞ্জ বাংলাদেশের কোন বিচ্ছিন্ন জেলা নয়। সরকারকে দেশের সর্বত্র আইন শৃঙ্খলা রক্ষা করার ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখতে হবে। সেই সাথে হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
তারা আরও বলেন, গত ৫ আগস্ট গণঅভ্যূত্থানে খুনি শেখ হাসিনার পতন হয়েছে। কিন্তু দেশ এখনও ফ্যাসিবাদমুক্ত হয়নি। তারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির সুযোগকে কাজে লাগিয়ে অপতৎপতা চালাচ্ছে। এভাবে একটি দেশ চলতে পারে না। সরকারকে ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।
এদিকে গোপালগঞ্জে হামলার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি। বিকেলে প্রেসক্লাবের সামনে সমাবেশ করে তারা।
এতে বক্তব্য রাখেন, এনসিপি জেলা কমিটির প্রধান সমন্বয়কারী আসাদুল্লাহ গালিব, এনসিপি নেতা আলাল উদ্দিন কাদেরী শান্তি, আব্দুল আজিজ সাঈদ, রুস্তম আলীসহ অন্যরা। এরপর একটি বিক্ষোভ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়