ব্রেকিং নিউজঃ
জাককানইবিতে ‘ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজ বৃত্তি’ পেলেন ১৯ মেধাবী শিক্ষার্থী

আসাদুল্লাহ আল গালিব, জাককানইবি প্রতিনিধি
- Update Time : ১২:০৬:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
- / ৩৫ Time View
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ অর্থবছরের ‘ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজ বৃত্তি’ অর্জন করেছেন ছয় অনুষদের ১৯টি বিভাগ থেকে নির্বাচিত ১৯ জন মেধাবী শিক্ষার্থী।
মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম তাঁর কার্যালয়সংলগ্ন কনফারেন্স কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে সম্মাননাপত্র ও ১০ হাজার টাকার চেক তুলে দেন।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) নিয়মিত কোর্সের চূড়ান্ত পরীক্ষায় নিজ নিজ বিভাগে প্রথম স্থান অর্জন করেন। ছয়টি অনুষদের অধীন থাকা ১৯টি বিভাগ থেকে বিভাগের শীর্ষস্থান অর্জনকারী শিক্ষার্থীদের এই বৃত্তির জন্য মনোনীত করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম এবং প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজের অতিরিক্ত পরিচালক রাশেদুল আনাম।
বৃত্তির ক্যাটাগরি ও প্রাপ্যতা নিম্নরূপ:
•প্রমীলা বৃত্তি: কলা অনুষদের ৫ জন
•কাজী সব্যসাচী বৃত্তি: বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ৩ জন
•কাজী অনিরুদ্ধ বৃত্তি: সামাজিক বিজ্ঞান অনুষদের ৬ জন
•বুলবুল বৃত্তি: ব্যবসায় প্রশাসন অনুষদের ৩ জন
•উমা কাজী বৃত্তি: চারুকলা অনুষদের ১ জন
•কল্যাণী কাজী বৃত্তি: আইন অনুষদের ১ জন
বক্তারা বলেন, নজরুল পরিবারের স্মৃতির সঙ্গে যুক্ত এ ধরনের বৃত্তি শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম, মানবিকতা ও প্রতিযোগিতার ইতিবাচক চেতনা জাগিয়ে তোলে। এমন স্বীকৃতি ভবিষ্যতে শিক্ষার্থীদের বড় সাফল্যের পথে এগিয়ে যেতে সাহায্য করবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
Tag :
ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) বৃত্তি প্রদান বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী শিক্ষা বৃত্তি