এসি মিলানে যোগ দিলেন লুকা মদ্রিচ

- Update Time : ০৪:৩৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
- / ১২ Time View
ইতালিয়ান ক্লাব এসি মিলানেই যোগ দিলেন রিয়াল মাদ্রিদের তারকা মিডফিল্ডার লুকা মদ্রিচ। ক্রোয়াট এই অভিজ্ঞ ফুটবলারের সঙ্গে এক বছরের চুক্তি করেছে সিরিআর ক্লাবটি।
৩৯ বছর বয়সী মদ্রিচকে দলে যোগ করার কথাটি নিশ্চিত করেছে এসি মিলান। সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে এক ভিডিও বার্তায় এসি মিলানের নতুন জার্সিতে দেখা যায় ২০১৮ সালের ব্যালন ডি’অরজয়ী ফুটবলারকে।
এসি মিলানের সঙ্গে ২০২৬ সালের জুন পর্যন্ত চুক্তিতে সই করেছেন এই ক্রোয়াট তারকা, যেখানে আরও এক বছর বাড়ানোর সুযোগ রাখা হয়েছে।
এবারের ক্লাব বিশ্বকাপ শেষে মদ্রিচের রিয়াল মাদ্রিদ ছাড়ার ঘোষণা এসেছিল অনেক আগেই। টুর্নামেন্টটির সেমিফাইনালে পিএসজির বিপক্ষে ৪-০ গোলে হেরে যায় স্প্যানিশ ক্লাবটি। আর সঙ্গে শেষ হয়ে যায় ইউরোপের সফলতম ক্লাবটিতে মদ্রিচের পথচলাও।
মাদ্রিদের ক্লাবটির হয়ে ১৩ বছরের পথচলায় খেলেছেন ৫৯০ ম্যাচ। ৬টি চ্যাম্পিয়ন্স লিগ, ৪টি লা লিগা, ৫টি ক্লাব বিশ্বকাপসহ মোট ২৮টি ট্রফি জিতেছেন ক্রোয়েশিয়ার এলএমটেন।