এমজেসিবি ও বিএনইজি’র ফল উৎসব

- Update Time : ০২:১১:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
- / ২৩ Time View
মিডিয়া জার্নালিস্ট ক্লাব অব বাংলাদেশ (এমজেসিবি) ও বাংলাদেশ নিউজ এডিটরস গিল্ড (বিএনইজি)র আয়োজনে গত শুক্রবার বিকেল ৩টায় রাজধানীর চৌধুরী পাড়া সংগঠনের কার্যালয়ে ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে।
আয়োজনে ছিল দেশীয় ফল আম, জাম, কাঁঠাল, লিচু, পেয়ারা, আনারস, লটকন ও ড্রাগন ফল।
অনুষ্ঠানে মাতৃভূমির খবরের বার্তা সম্পাদক ও সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সদস্য এবং এমজেসিবি, বিএনইজি’র সভাপতি বাদল চৌধুরী বলেন, বাংলাদেশে সারাবছর বিভিন্ন দেশীয় ফল পাওয়া যায়। এই ফল আমাদের খাওয়া উচিত এতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। তবে অবশ্যই ফরমালিন মুক্ত হতে হবে। কিছু অসাধু ব্যবসায়ী ফরমালিন দিয়ে মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। এর প্রতিকার দরকার।
সাপ্তাহিক যায়সময়ের ভারপ্রাপ্ত সম্পাদক ও এমজেসিবি’র নির্বাহী সদস্য আব্দুল খালেক খান বলেন, ফল হচ্ছে আল্লাহর নেয়ামত। বেহেশতের অন্যতম খাবার হলো ফল। অসুস্থ ও দুর্বল মানুষ ফল খেলে সুস্থ ও শক্তি পায়।
সরকার অনুমোদিত রূপসী বাংলা (আইপি) টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সদস্য আনোয়ার হোসেন বলেন, সরকার ফরমালিন মুক্ত করতে ম্যাজিস্ট্রেট ও আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে চেষ্টা করছে। এটা সরকারের পক্ষে একা করা সম্ভব নয়। আমাদেরকে আগে সচেতন হতে হবে, তাহলে এটা দূর করা সম্ভব।
দৈনিক নওরোজের নির্বাহী সম্পাদক শরিফুল হক পাভেল বলেন, মিডিয়া জার্নালিস্ট ক্লাব অব বাংলাদেশ ও নিউজ এডিটরস গিল্ডের কার্যক্রম সেবামুলক তাই এই সংগঠন দুটোর সাথে সবসময় আছি থাকব ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সদস্য, বিএনইজি’র নির্বাহী সদস্য, সাপ্তাহিক অগ্রণী বার্তার সম্পাদক ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিলের সভাপতি আলী আশরাফ আকন্দ বলেন, সংগঠন দুটো পেশাদার সাংবাদিকদের নিয়ে অত্যন্ত ভালো কাজ করে। সংগঠনের সভাপতি মানুষের জন্য কি করলে ভালো হয় তাই নিয়ে মগ্ন থাকেন।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য ও মুক্ত তথ্যের নির্বাহী সম্পাদক নুরুল আফসার বলেন, সাংবাদিক অন্যের জন্য কাজ করে কিন্তু সাংবাদিক একজন মানুষ তারও আনন্দ হাসি খুশি দরকার। সংগঠন দুটো মাঝে মাঝে এমন আয়োজনে আমাদের সকলের মন ভাল থাকে |
ফল উৎসবে উপস্থিত ছিলেন রামপুরা থানার বয়োজ্যেষ্ঠ রাজনীতিবিদ আবুল মেছের, সমাজ সেবক মোল্লা, সাংবাদিক ইউনিয়নের সদস্য নারগিস চৌধুরী, নিউজ এডিটরস গিল্ডের নির্বাহী সদস্য মিজানুর রহমান, মিডিয়া জার্নালিস্ট ক্লাব অব বাংলাদেশের মহিলা বিষয়ক সম্পাদক আজিনুনাহার, দপ্তর সম্পাদক রিপন হাওলাদার, নির্বাহী সদস্য এইচ এম সৈকত ও ফরহাদ হোসেনসহ আরো অনেকে।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আমীর মাহমুদ জামে মসজিদের মতোয়াল্লী ও এমজেসিবি’র নির্বাহী সদস্য তাজীমুল হক।
অনুষ্ঠান উপস্থাপনা করেন দৈনিক মাতৃভূমির খবরের ক্রাইম চীফ আবুল বারাকাত।