ঢাকা ০৪:০৬ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
ইলিয়াস আলীসহ গুম হওয়া সবাইকে ফিরিয়ে দেওয়ার দাবি স্বজনদের গুলিস্তানে চোরাই মোবাইল চক্রের দশ সক্রিয় সদস্য গ্রেফতার: উদ্ধার ১০৩টি ফোন মুনিয়া হত্যাকাণ্ডে আফ্রিদির সম্পৃক্ততা খতিয়ে দেখবে সিআইডি : রাষ্ট্রপক্ষ পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১২ কোটি টাকা নিজের জুস পান করে নিজেই বেহুঁশ অজ্ঞান পার্টির সদস্য ! জামাতের গায়ে ছুঁচোর গন্ধ বনাম নির্বাচন বানচালের নতুন তত্ত্ব “পি আর”  ফরিদপুরের গণপূর্তের নির্বাহী প্রকৌশলী চুন্নু লাগামহীন দুর্নীতির পরও বহাল তবিয়তে হাত বেঁধে-মুখ ঢেকে নৌকায় চাপিয়ে জোর করে সাগরে ফেলা হয় জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ দেশকে বেআইনি মবের শাসন থেকে বেরিয়ে আসতে হবেঃ তারেক রহমান

‘কৃষ ৪’ এ তিন চরিত্রে হৃতিক

বিনোদন ডেস্ক
  • Update Time : ০৩:২৭:৩২ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
  • / ২০১ Time View

২০০৩ সালে মুক্তি পেয়েছিল ‘কই মিল গ্যায়া’। সিনেমাটি শুধু ছোটদের মধ্যে নয়, সমানভাবে জনপ্রিয় ছিল বড়দের মাঝেও। জাদু নামের ভিনদেশের প্রাণীটির যেন প্রেমে পড়ে গিয়েছিলেন সিনেমাপ্রেমী দর্শকরা। এ সিনেমাটিতে অসাধারণ অভিনয়ে করে রাতারাতি দর্শকদের মন জয় করে নিয়েছিলেন বলিউড অভিনেতা হৃতিক রোশন।

এরপরেই দ্বিতীয় কিস্তি মুক্তি পায় ২০০৬ সালে। প্রথম পর্ব মুক্তির তিন বছর পরেই। তৃতীয় কিস্তি মুক্তি পায় ২০১৩ সালে। মাঝের ব্যবধান অনেকটাই বেশি। তবে এবার মুক্তি পাওয়ার পালা চতুর্থ কিস্তির। এবার পরিচালকও ভিন্ন। এর আগে প্রথম পরিচালনার দায়িত্বে ছিলেন হৃতিক রোশনের বাবা রাকেশ রোশন। কিন্তু এবার সেই দায়িত্ব তিনি ছেলেকে দিলেন। বলিউড ইন্ডাস্ট্রিতে ২৫ বছর কাটানোর সুবাদে এ সিনেমাটিকে নতুনভাবে সাজাতে চাইছেন অভিনেতা হৃতিক রোশন।

জানা গেছে, অতীত থেকে ভবিষ্যৎ দুটোই সমানতালে সিনেমার গল্পে থাকবে। নায়ক থেকে খলনায়ক— দুটি চরিত্রেই নাকি দেখা যাবে হৃতিককে। শুধু তাই নয়, এ সিনেমায় তিনি নাকি ত্রয়ী ভূমিকায় অভিনয় করবেন।

‘কৃষ ৪ সিনেমায় পরিচালক হওয়ার পাশাপাশি হৃতিক থাকবেন ক্রিয়েটিভ ডিরেক্টরের ভূমিকাতেও। এতদিন শুধু অভিনেতা হিসেবে মানুষের মন জয় করেছেন হৃতিক, এবার পালা পরিচালনার। ‘কৃষ ৪’ সিনেমার হাত ধরে পরিচালনায় আত্মপ্রকাশ করতে চলেছেন তিনি। কৃষ ফ্র্যাঞ্চাইজির চতুর্থ এ পর্বে আরও থাকবে বেশ কিছু চমক। অভিনেতার সঙ্গে সেই একই দায়িত্ব শেয়ার করে নেবে যশরাজ ফিল্ম স্টুডিও।

জানা গেছে, চতুর্থ কিস্তিতে অভিনয় করতে পারেন প্রীতি জিনতা, প্রিয়াংকা চোপড়া এবং রেখা। অর্থাৎ প্রথম থেকে যারা এই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত ছিলেন, তারাও আছেন চতুর্থ পর্বে। থাকতে পারেন নোরা ফাতেহি ও বিবেক ওবেরয়ও।

Please Share This Post in Your Social Media

‘কৃষ ৪’ এ তিন চরিত্রে হৃতিক

বিনোদন ডেস্ক
Update Time : ০৩:২৭:৩২ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫

২০০৩ সালে মুক্তি পেয়েছিল ‘কই মিল গ্যায়া’। সিনেমাটি শুধু ছোটদের মধ্যে নয়, সমানভাবে জনপ্রিয় ছিল বড়দের মাঝেও। জাদু নামের ভিনদেশের প্রাণীটির যেন প্রেমে পড়ে গিয়েছিলেন সিনেমাপ্রেমী দর্শকরা। এ সিনেমাটিতে অসাধারণ অভিনয়ে করে রাতারাতি দর্শকদের মন জয় করে নিয়েছিলেন বলিউড অভিনেতা হৃতিক রোশন।

এরপরেই দ্বিতীয় কিস্তি মুক্তি পায় ২০০৬ সালে। প্রথম পর্ব মুক্তির তিন বছর পরেই। তৃতীয় কিস্তি মুক্তি পায় ২০১৩ সালে। মাঝের ব্যবধান অনেকটাই বেশি। তবে এবার মুক্তি পাওয়ার পালা চতুর্থ কিস্তির। এবার পরিচালকও ভিন্ন। এর আগে প্রথম পরিচালনার দায়িত্বে ছিলেন হৃতিক রোশনের বাবা রাকেশ রোশন। কিন্তু এবার সেই দায়িত্ব তিনি ছেলেকে দিলেন। বলিউড ইন্ডাস্ট্রিতে ২৫ বছর কাটানোর সুবাদে এ সিনেমাটিকে নতুনভাবে সাজাতে চাইছেন অভিনেতা হৃতিক রোশন।

জানা গেছে, অতীত থেকে ভবিষ্যৎ দুটোই সমানতালে সিনেমার গল্পে থাকবে। নায়ক থেকে খলনায়ক— দুটি চরিত্রেই নাকি দেখা যাবে হৃতিককে। শুধু তাই নয়, এ সিনেমায় তিনি নাকি ত্রয়ী ভূমিকায় অভিনয় করবেন।

‘কৃষ ৪ সিনেমায় পরিচালক হওয়ার পাশাপাশি হৃতিক থাকবেন ক্রিয়েটিভ ডিরেক্টরের ভূমিকাতেও। এতদিন শুধু অভিনেতা হিসেবে মানুষের মন জয় করেছেন হৃতিক, এবার পালা পরিচালনার। ‘কৃষ ৪’ সিনেমার হাত ধরে পরিচালনায় আত্মপ্রকাশ করতে চলেছেন তিনি। কৃষ ফ্র্যাঞ্চাইজির চতুর্থ এ পর্বে আরও থাকবে বেশ কিছু চমক। অভিনেতার সঙ্গে সেই একই দায়িত্ব শেয়ার করে নেবে যশরাজ ফিল্ম স্টুডিও।

জানা গেছে, চতুর্থ কিস্তিতে অভিনয় করতে পারেন প্রীতি জিনতা, প্রিয়াংকা চোপড়া এবং রেখা। অর্থাৎ প্রথম থেকে যারা এই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত ছিলেন, তারাও আছেন চতুর্থ পর্বে। থাকতে পারেন নোরা ফাতেহি ও বিবেক ওবেরয়ও।