‘রাস্তায় মানুষ মরে, ইন্টেরিম কী করে?’—প্রশ্ন শেকৃবি ছাত্রদলের

- Update Time : ০১:৫৪:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
- / ১৫৮ Time View
দেশজুড়ে আইনশৃঙ্খলার অবনতি ও সাম্প্রতিক হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) জাতীয়তাবাদী ছাত্রদল।
শনিবার (১৩ জুলাই) রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের শেরেবাংলা হলের সামনে থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে দ্বিতীয় গেটে এসে শেষ হয়।
মিছিলে অংশগ্রহণকারীদের ‘রাস্তায় মানুষ মরে, ইন্টেরিম কী করে?’, ‘বিচার বিচার বিচার চাই, সোহাগ হত্যার বিচার চাই’, ‘মসজিদে হত্যা কেন? ইন্টেরিম জবাব চাই’, ‘উই ওয়ান্ট উই ওয়ান্ট, জাস্টিস জাস্টিস’ – এমন স্লোগান দিতে দেখা যায়।
মিছিল শেষে বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড গেটে সংক্ষিপ্ত বক্তব্যে শেকৃবি ছাত্রদলের সাধারণ সম্পাদক বি এম আলমগীর কবীর দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চিত্র তুলে ধরে বলেন, “আপনারা জানেন, বিগত তিন দিনে চকবাজারে একজন খুন হয়েছেন, খুলনায় একজনকে মেরে রগ কেটে দেওয়া হয়েছে, চাঁদপুরে মসজিদের ভেতর ইমামকে খুন করা হয়েছে।”
তিনি আরও বলেন, “চলমান এসব ঘটনার প্রতিবাদ স্বরূপ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদল এই মিছিলের আয়োজন করেছে।”
মিছিলে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি আহমেদুল কবীর তাপস, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেনসহ ছাত্রদলের অন্যান্য নেতাকর্মী।