কিশোরগঞ্জে বিএনপির ৩১ দফা ও নির্বাচন মূখী সাধারণ সভা

- Update Time : ০৬:০২:৪২ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
- / ৬৫ Time View
নীলফামারীর কিশোরগঞ্জে বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা এবং ইউনিয়ন সংগঠনকে নির্বাচন মূখী করার লক্ষ্যে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে রণচন্ডী স্কুল এন্ড কলেজ মাঠে ও রণচন্ডী ইউনিয়ন বিএনপির আয়োজনে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা এবং ইউনিয়ন সংগঠনকে নির্বাচন মূখী করার লক্ষ্যে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
রণচন্ডী ইউনিয়ন বিএনপির সভাপতি বেলায়েত হোসেন বাদশার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোশফেকুর রহমান জুয়েলের সঞ্চালনায় উক্ত সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি কিশোরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আবদুল্লাহ আল মামুন, বিশেষ অতিথি হিসেবে ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, সাংগঠনিক সম্পাদক ইবনে সাঈদ সুজন ও রণচন্ডী ইউনিয়ন বিএনপির ৭১ সদস্য বিশিষ্ট কমিটির সদস্যগণ বক্তব্য রাখেন।
উপজেলা বিএনপির সভাপতি আবদুল্লাহ আল মামুন বলেন, জনগণের হাতে রাষ্ট্রের অধিকার আর মালিকানায় ফিরিয়ে দিতে একটি অবাধ,সুষ্ঠু,নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের গণতান্ত্রিক শক্তির জয়লাভ প্রয়োজন।