লিমনের সাফল্যে গর্বিত নজরুল বিশ্ববিদ্যালয় আইন বিভাগ

- Update Time : ০৪:৪৫:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
- / ৩২ Time View
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) আইন ও বিচার বিভাগের সাবেক শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান লিমন বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে (বিইউবিটি) প্রভাষক হিসেবে নিয়োগ পেয়েছেন।
শুক্রবার (১১ জুলাই) ঢাকায় অবস্থিত বিশ্ববিদ্যালয়টির মানবসম্পদ (এইচআর) দপ্তর থেকে আইন বিভাগের প্রভাষক পদে তার নিয়োগ নিশ্চিত করা হয়।
নিয়োগপ্রাপ্তির অনুভূতি জানাতে গিয়ে মোস্তাফিজুর রহমান লিমন বলেন, “স্নাতকোত্তর সম্পন্ন করার পর এত দ্রুত একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে নিয়োগ পাওয়া আমার জন্য অনেক বড় প্রাপ্তি। প্রথমেই কৃতজ্ঞতা জানাই মহান আল্লাহর প্রতি। পাশাপাশি কৃতজ্ঞতা জানাই আমার পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের যাদের সহায়তা ও অনুপ্রেরণায় আজ এই অবস্থানে পৌঁছাতে পেরেছি। আমি বিশ্বাস করি, এটা কেবল শুরু। সামনের পথ আরও দীর্ঘ, তবে নিষ্ঠা ও আন্তরিকতা দিয়ে কাজ করে যেতে চাই।”
তার এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরাও। আইন অনুষদের ডিন ও আইন ও বিচার বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ ইরফান আজিজ বলেন, “আমাদের বিভাগের সাবেক শিক্ষার্থী লিমনের এই অর্জন অত্যন্ত আনন্দের ও গর্বের বিষয়। স্বল্প সময়ে প্রভাষক পদে নিয়োগ পাওয়া নিঃসন্দেহে তার মেধা, পরিশ্রম ও একাগ্রতার স্বীকৃতি। আমরা সবসময়ই শিক্ষার্থীদের ভালো আইনজ্ঞানসম্পন্ন ও নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করি। লিমনের সাফল্য বর্তমান ও ভবিষ্যৎ শিক্ষার্থীদের জন্য অনুকরণীয় উদাহরণ। আশা করি, সে একদিন দেশের আইন শিক্ষা ও গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”
উল্লেখ্য, মোস্তাফিজুর রহমান লিমন ২০১৮-১৯ শিক্ষাবর্ষে নজরুল বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগে ভর্তি হন এবং সদ্য স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। দ্রুততম সময়ে উচ্চশিক্ষা শেষ করে স্বপ্নের পেশায় যুক্ত হওয়াকে তিনি জীবনের অন্যতম বড় অর্জন হিসেবে দেখছেন।