নির্বাচনের সময়সীমা নিয়ে ইসি এখনো অবগত নয়: সিইসি

- Update Time : ০৮:০২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
- / ১৮০ Time View
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ‘নির্বাচনের সময়সীমা নিয়ে এখনো অবগত নয় নির্বাচন কমিশন।
তিনি জানান, অতীতের রাতের ভোট বা জালিয়াতির অপবাদ সবাইকেই নিতে হচ্ছে।
তাই ৯১,৯৬,২০০১ এর মতো সুষ্ঠু ভোট অনুষ্ঠানে কাজ করতে ভোটের অংশীজনদের প্রতি অনুরোধ জানিয়েছেন সিইসি এ এম এম নাসির উদ্দিন।
আজ মঙ্গলবার বিকেলে নির্বাচন কমিশন বিট সাংবাদিকদের সংগঠন আরএফইডির ফল উৎসব ও সাংবাদিক এক্সেস কার্ড প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেন, ‘ভোটের অধিকারের জন্য লড়াই করেছি। মাত্র অর্ধেক পথ পাড়ি দেওয়া গেছে। যেদিন ভোটাররা বিনা বাধায় ভোট দিয়ে বাড়ি যাবেন, সেদিন ইসি সফল হবে। প্রত্যেক নাগরিককেই ভোট দিতে হবে। ভোট সুষ্ঠু করতে নির্বাচন কমিশন আপ্রাণ চেষ্টা করবে।’
এ সময় পুলিশ প্রশাসনের উদ্দেশে সিইসি বলেন, ‘মানুষের শ্রদ্ধা অর্জনের চেষ্টা করতে হবে। ভাবমূর্তি পুনরুদ্ধারের এটাই সুযোগ। আন্তরিক হলে অবশ্যই সুষ্ঠু ভোট সম্ভব।’
গত তিন জাতীয় সংসদ নির্বাচন ‘অবাধ ও সুষ্ঠু’ বলে বৈধতা দিয়েছে এমন বিদেশি পর্যবেক্ষক সংস্থাকে আগামী সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করার সুযোগ দিতে চায় না নির্বাচন কমিশন (ইসি)।
আজ মঙ্গলবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিংয়ের সঙ্গে বৈঠকের পর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন এসব কথা বলেন।
সিইসি আরও বলেন, ‘আমরা এরই মধ্যে ইউরোপীয় ইউনিয়নকে নির্বাচন পর্যবেক্ষণ করার জন্য চিঠি দিয়েছি। আগামী নির্বাচনে অনেক বিদেশি পর্যবেক্ষক আসবে, যাদের অতীতে নির্বাচন পর্যবেক্ষণ করার অভিজ্ঞতা রয়েছে। তবে গত তিন নির্বাচন ভালো হয়েছে বলে যেসব বিদেশি পর্যবেক্ষক সার্টিফিকেট দিয়েছে, তাদের আমরা নেব না।’
সিইসি বলেন, ‘তারা নির্বাচনের জন্য প্রস্তুতি জানতে চেয়েছে। আমরা প্রস্তুতি জানিয়েছি। ভোটারদের মধ্যে সচেতনতা বাড়াতে উদ্যোগের বিষয়ে তাদের জানানো হয়েছে। বিভিন্ন ধরনের প্রশিক্ষণের বিষয়ে জানানো হয়েছে। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন হবে আশা তাদের।
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার নিয়ে কথা হয়েছে বলে জানিয়ে সিইসি বলেন, ‘তারা এসব ইস্যু নিয়ে আমাদের সাজেশন দেবেন তারা।’
সুষ্ঠু নির্বাচন আয়োজনে বর্তমান নির্বাচন কমিশনের উদ্যোগের কথা শুনে কানাডা সন্তুষ্টি প্রকাশ করেছে বলে জানান সিইসি। তিনি বলেন, কানাডা আমাদের সহযোগিতা করবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়