স্বেচ্ছাসেবক দলের বহিস্কৃত নেতা সিরাজুল ইসলাম সাথী চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার

- Update Time : ০৪:০০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
- / ১০৯ Time View
গাজীপুরে টঙ্গীতে চাঁদাবাজির অভিযোগে র্যাবের হাতে আটক হয়েছেন বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিরাজুল ইসলাম সাথি।
উওরা র্যাব ওয়ানের কোম্পানি কমান্ডার মেজর আহনাফ জানান, আজ মঙ্গলবার (০৮ জুলাই) দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পূর্বাচল র্যাব ক্যাম্পের একটি দল পূবাইল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
সিরাজুল ইসলামের বিরুদ্ধে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছ থেকে বিভিন্নভাবে চাঁদা আদায়ের একাধিক অভিযোগ রয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সম্প্রতি তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়।
র্যাব জানায়, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং তদন্তের স্বার্থে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
এ বিষয়ে পূবাইল থানার ওসি শেখ মোহাম্মদ আমিরুল ইসলাম বলেন, “আটক ব্যক্তি সম্পর্কে আমরা র্যাবের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য পাইনি। তবে অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।