বেরোবি উপাচার্য শওকাত আলী
ক্যাম্পাস রেডিওতে বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক সকল জনমতের প্রতিফলন থাকতে হবে

- Update Time : ০৮:৫৩:০৩ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
- / ১২৬ Time View
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) রংপুরের ক্যাম্পাস রেডিওতে স্বেচ্ছাসেবক হিসেবে যোগদান করা শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বলেন, ক্যাম্পাস রেডিওতে বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক সকল জনমতের প্রতিফলন থাকতে হবে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেয়ার ক্ষেত্রে উদ্ভাবনী জ্ঞান ও ধারণাকে সাদরে গ্রহণ করা হবে।
ক্যাম্পাস রেডিও’র কার্যক্রমের সঙ্গে স্বেচ্ছাসেবক হিসেবে যোগদান করা শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, সহশিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে ক্যাম্পাস রেডিও’র সঙ্গে কাজ করা শিক্ষার্থীদের যোগাযোগ দক্ষতাকেও সমৃদ্ধ করবে।
বেরোবি ক্যাম্পাস রেডিও-এর পরিচালক ড. মোছা. সিফাত রুমানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো. ইলিয়াছ প্রামানিক ও রেজিস্ট্রার ড. মো. হারুন-অর রশিদ।
শুভেচ্ছা বিনিময় ও পরিচিতি পর্ব অনুষ্ঠানে ক্যাম্পাস রেডিও পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ ও স্বেচ্ছাসেবক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়