ঢাকা ০২:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
সোশ্যাল ইসলামী ব্যাংক থেকে একমাত্র শেয়ারধারী পরিচালকের পদত্যাগ ক্ষুধামুক্ত বিশ্ব গঠনে ছয় দফা প্রস্তাব প্রধান উপদেষ্টার : ‘তিন-শূন্য বিশ্ব’ গড়ার আহ্বান বাংলাদেশ ও বিএনপি : আগামী নির্বাচনে সম্ভাবনার দিগন্ত প্রধান বিচারপতির সঙ্গে সুইডেন ও নরওয়ের ৯ তরুণ রাজনীতিবিদের সাক্ষাৎ নভেম্বরে গণভোট চায় জামায়াত লুটপাট করে সার কারখানা ধ্বংস করে দিয়েছে আ.লীগ সরকার – মঈন খাঁন রাস্তায় ফেলে শিক্ষক পেটানো কোনো সভ্য রাষ্ট্রের চরিত্র নয়: হাসনাত আব্দুল্লাহ সৌদি আরব ও কাতারের মধ্যস্থতায় আফগান-পাকিস্তান সংঘর্ষ স্থগিত: কাবুল প্রেমিকাকে আবাসিক হোটেলে নিয়ে ‘ধর্ষণ’, রক্তক্ষরণে মৃত্যু ডিবি পরিচয়ে বাসর ঘরে ডাকাতি, স্বর্ণালংকার লুট

সস্ত্রীক সাবেক সেনা সদস্যের বিরুদ্ধে গৃহকর্মীকে অমানবিক নির্যাতনের অভিযোগ

মোঃ হানিফ হোসেন, টঙ্গী প্রতিনিধি
  • Update Time : ০৫:১৩:২২ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫
  • / ৩১০ Time View

গাজীপুরের টঙ্গীর তা’মীরুল মিল্লাত ট্রাস্ট এলাকার ডি আইটি ট্যাওয়ারে সাবেক সেনাসদস্য সর্দার নজরুল ইসলাম ও তার পরিবারের বিরুদ্ধে গৃহকর্মীকে অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে।

অভিযুক্ত সর্দার নজরুল ইসলাম (সাবেক সার্জেন্ট, মৃত সর্দার আনিসুর রহমানের পুত্র) ও তার স্ত্রী রেশমা—যার গ্রামের বাড়ি নাটোরে—বসবাস করেন ডি আইটি টাওয়ারের দ্বিতীয় তলায়।

১৫ বছর বয়সী গৃহকর্মী রানী, যিনি প্রায় ৬ বছর ধরে ওই বাসায় কাজ করছেন, তাকে নিয়মিতভাবে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হতো।

ঘটনার সূত্রপাত হয় গত শুক্রবার, দুই শিশুপুত্রের মধ্যে ঝগড়ার জেরে। রেশমা ও সার্জেন্ট নজরুল ইসলাম নিজেই স্বীকার করেছেন—তৎক্ষণাৎ রেগে গিয়ে দুই ছেলে ও রানীকে মারধর করেন।

তাঁর ভাষায়, “রাগের মাথায় মারার পরে রানী পড়ে যায়, শরীরে আঘাত পায়। ভুল করেছি বুঝতে পারছি।

তবে স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। অনেক দিন ধরেই রানীর ওপর এমন নির্যাতন চলছিল। স্থানীয় বাসিন্দারা জানান, ওই দিন গৃহকর্মী রানীর গায়ে একাধিক আঘাতের চিহ্ন দেখা গেছে, এবং তার শারীরিক অবস্থা ছিল অত্যন্ত শোচনীয়।

সাংবাদিকদের কাছে রানী জানান, “আমাকে প্রায় সময় বেঁধে মারতো। কোনো কাজে দেরি হলেই বা ভুল হলেই আমাকে প্রচণ্ডভাবে মারধর করত। আর সহ্য হচ্ছিল না, তাই আজকে সাহস করে বেরিয়ে এসে প্রতিবেশীদের জানাই।”

তা’মীরুল মিল্লাত ট্রাস্টের নির্বাহী কমিটির সদস্য নেয়ামতুল্লাহ শাকের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ঘটনাটি অত্যন্ত লজ্জাজনক ও মানবতাবিরোধী। বিষয়টি জানার সঙ্গে সঙ্গে আমি টঙ্গী পশ্চিম থানা পুলিশকে অবহিত করি এবং সংবাদমাধ্যমকে জানাই। পরবর্তীতে পুলিশ এসে রানীকে উদ্ধার করে এবং অভিযুক্তদের হেফাজতে নেয়।”

তিনি আরও জানান, “আমাদের ট্রাস্টে যেন ভবিষ্যতে এমন কোনো ন্যক্কারজনক ঘটনা না ঘটে, তা নিশ্চিত করতে আমরা কঠোর ব্যবস্থা নেব। এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ওসি ইস্কান্দার হাবিবুর রহমান জানিয়েছেন, তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। রানীকে চিকিৎসা ও নিরাপত্তা দেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

সস্ত্রীক সাবেক সেনা সদস্যের বিরুদ্ধে গৃহকর্মীকে অমানবিক নির্যাতনের অভিযোগ

মোঃ হানিফ হোসেন, টঙ্গী প্রতিনিধি
Update Time : ০৫:১৩:২২ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫

গাজীপুরের টঙ্গীর তা’মীরুল মিল্লাত ট্রাস্ট এলাকার ডি আইটি ট্যাওয়ারে সাবেক সেনাসদস্য সর্দার নজরুল ইসলাম ও তার পরিবারের বিরুদ্ধে গৃহকর্মীকে অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে।

অভিযুক্ত সর্দার নজরুল ইসলাম (সাবেক সার্জেন্ট, মৃত সর্দার আনিসুর রহমানের পুত্র) ও তার স্ত্রী রেশমা—যার গ্রামের বাড়ি নাটোরে—বসবাস করেন ডি আইটি টাওয়ারের দ্বিতীয় তলায়।

১৫ বছর বয়সী গৃহকর্মী রানী, যিনি প্রায় ৬ বছর ধরে ওই বাসায় কাজ করছেন, তাকে নিয়মিতভাবে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হতো।

ঘটনার সূত্রপাত হয় গত শুক্রবার, দুই শিশুপুত্রের মধ্যে ঝগড়ার জেরে। রেশমা ও সার্জেন্ট নজরুল ইসলাম নিজেই স্বীকার করেছেন—তৎক্ষণাৎ রেগে গিয়ে দুই ছেলে ও রানীকে মারধর করেন।

তাঁর ভাষায়, “রাগের মাথায় মারার পরে রানী পড়ে যায়, শরীরে আঘাত পায়। ভুল করেছি বুঝতে পারছি।

তবে স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। অনেক দিন ধরেই রানীর ওপর এমন নির্যাতন চলছিল। স্থানীয় বাসিন্দারা জানান, ওই দিন গৃহকর্মী রানীর গায়ে একাধিক আঘাতের চিহ্ন দেখা গেছে, এবং তার শারীরিক অবস্থা ছিল অত্যন্ত শোচনীয়।

সাংবাদিকদের কাছে রানী জানান, “আমাকে প্রায় সময় বেঁধে মারতো। কোনো কাজে দেরি হলেই বা ভুল হলেই আমাকে প্রচণ্ডভাবে মারধর করত। আর সহ্য হচ্ছিল না, তাই আজকে সাহস করে বেরিয়ে এসে প্রতিবেশীদের জানাই।”

তা’মীরুল মিল্লাত ট্রাস্টের নির্বাহী কমিটির সদস্য নেয়ামতুল্লাহ শাকের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ঘটনাটি অত্যন্ত লজ্জাজনক ও মানবতাবিরোধী। বিষয়টি জানার সঙ্গে সঙ্গে আমি টঙ্গী পশ্চিম থানা পুলিশকে অবহিত করি এবং সংবাদমাধ্যমকে জানাই। পরবর্তীতে পুলিশ এসে রানীকে উদ্ধার করে এবং অভিযুক্তদের হেফাজতে নেয়।”

তিনি আরও জানান, “আমাদের ট্রাস্টে যেন ভবিষ্যতে এমন কোনো ন্যক্কারজনক ঘটনা না ঘটে, তা নিশ্চিত করতে আমরা কঠোর ব্যবস্থা নেব। এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ওসি ইস্কান্দার হাবিবুর রহমান জানিয়েছেন, তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। রানীকে চিকিৎসা ও নিরাপত্তা দেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।