ঢাকা ০৩:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সত্য উন্মোচনের দাবীতে লোহাগাড়ায় সংবাদ সম্মেলন

লোহাগাড়া প্রতিনিধি
  • Update Time : ১০:০৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
  • / ১১৮ Time View

চট্টগ্রামের লোহাগাড়ায় মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট অসত্য তথ্যের ভিত্তিতে সংবাদ সম্মেলনের প্রতিবাদে এবং সত্য উন্মোচনের দাবীতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার।

সোমবার(৩০ জুন) বিকেলে উপজেলার একটি অভিজাত রেস্টুরেন্টের হল রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী পরিবারের সদস্য আইনজীবী নওশেদ আলী।

তিনি লিখিত বক্তব্যে বলেন, দীর্ঘ ১০ বছর আদালতে মামলা চলার পর ২০১৭ সালে আমাদের পক্ষে রায় পাওয়ার পরও তৎকালীন আওয়ামী ক্ষমতা ব্যবহার করে জমিতে আমাদের যেতে দেয়নি। এরপর প্রতিপক্ষরা আবারো আপিল করে। দীর্ঘ ৫ বছরে সর্বমোট ৩২ বার আদালতের কাছে সময় প্রার্থনা করে কালক্ষেপণ করেও একপর্যায়ে প্রতিপক্ষরা কোনো ধরনের দলিলাদি দেখাতে না পারায় আদালাত আবারও আমাদের পক্ষেই রায় দেন। আদালতের এতগুলো রায় থাকার পরেও এখনো আমরা সেই জায়গা বুঝে নিতে পারিনাই।

সম্প্রতি আমাদের জায়গায় এসে ছাত্র-জনতার উপর হামলা মামলার এজাহার নামীয় আসামীসহ আওয়ামী দোসররা দেশীয় অস্ত্রসজ্জিত হয়ে আদালতের আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে  আমাদের উপর হামলা করে, যার ছবি এবং ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।

সংবাদ সম্মেলনে পরিবারের অন্যান্য সদস্যসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

সত্য উন্মোচনের দাবীতে লোহাগাড়ায় সংবাদ সম্মেলন

লোহাগাড়া প্রতিনিধি
Update Time : ১০:০৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫

চট্টগ্রামের লোহাগাড়ায় মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট অসত্য তথ্যের ভিত্তিতে সংবাদ সম্মেলনের প্রতিবাদে এবং সত্য উন্মোচনের দাবীতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার।

সোমবার(৩০ জুন) বিকেলে উপজেলার একটি অভিজাত রেস্টুরেন্টের হল রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী পরিবারের সদস্য আইনজীবী নওশেদ আলী।

তিনি লিখিত বক্তব্যে বলেন, দীর্ঘ ১০ বছর আদালতে মামলা চলার পর ২০১৭ সালে আমাদের পক্ষে রায় পাওয়ার পরও তৎকালীন আওয়ামী ক্ষমতা ব্যবহার করে জমিতে আমাদের যেতে দেয়নি। এরপর প্রতিপক্ষরা আবারো আপিল করে। দীর্ঘ ৫ বছরে সর্বমোট ৩২ বার আদালতের কাছে সময় প্রার্থনা করে কালক্ষেপণ করেও একপর্যায়ে প্রতিপক্ষরা কোনো ধরনের দলিলাদি দেখাতে না পারায় আদালাত আবারও আমাদের পক্ষেই রায় দেন। আদালতের এতগুলো রায় থাকার পরেও এখনো আমরা সেই জায়গা বুঝে নিতে পারিনাই।

সম্প্রতি আমাদের জায়গায় এসে ছাত্র-জনতার উপর হামলা মামলার এজাহার নামীয় আসামীসহ আওয়ামী দোসররা দেশীয় অস্ত্রসজ্জিত হয়ে আদালতের আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে  আমাদের উপর হামলা করে, যার ছবি এবং ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।

সংবাদ সম্মেলনে পরিবারের অন্যান্য সদস্যসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।