কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ফিল্ম সোসাইটির যাত্রা শুরু

- Update Time : ১০:৩৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫
- / ২১৯ Time View
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ( কুবি) সিনেমাপ্রেমীদের জন্য এক আনন্দঘন উদ্যোগ হিসেবে যাত্রা শুরু করলো কুমিল্লা বিশ্ববিদ্যালয় ফিল্ম সোসাইটি। মঙ্গলবার (২৭ মে) সমাজবিজ্ঞান অনুষদের হলরুমে বিকেল ৫টায় সংগঠনটির উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন হয়।
মন্দিরা দাশ ও নাইমুর রহমানের সঞ্চালনায় সংগঠনের কমিটি ঘোষনা ও সংগঠন সম্পর্কে বিস্তারিত বর্ণনা করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও প্রত্নতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ সোহরাব উদ্দিন, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. নাহিদা বেগম এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান মাহমুদুল হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির সদস্য সহ অতিথি ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
কমিটিতে আহ্বায়ক হিসেবে মো. তাইজুল ইসলাম ও মন্দিরা দাশ, পরিচালক ফারদিন কাদের, সহকারী পরিচালক মনিয়া আফরোজ, সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম সাঈফ, যুগ্ম সম্পাদক নাইমুর রহমান, কোষাধ্যক্ষ উপেন্দ্র সরকার, ব্যবস্থাপনা সম্পাদক মো. মাহমুদুল হাসান শাহেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক তানজিলা মোবাশারা মিরিদিলা, কার্যনির্বাহী সদস্য লিমন খান, সাদিয়া আফরিন লাখি ও বিথী আক্তার কাজল।
ফিল্ম সোসাইটিরর নব নির্বাচিত পরিচালক ফারদিন কাদের বলেন, ‘আজকে আমি এবং আমাদের সোসাইটির বাকি সদস্যরা খুবই আনন্দিত, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ফিল্ম সোসাইটির এনাউন্সমেন্ট প্রোগ্রাম সফলভাবে আয়োজন করতে পেরে।’
তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য বিশ্ববিদ্যালয়ে এমন একটি মঞ্চ তৈরি করা যেখানে আমরা শিক্ষার্থীদেরকে চলচ্চিত্র শিল্পের সাথে পরিচয় করানোর মাধ্যমে চলচ্চিত্রপ্রেমীদের একত্রিত করে তাদের প্রতিভা ও সৃজনশীলতার বিকাশ ঘটানো। এর পাশাপাশি তাদের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে চলচ্চিত্র নির্মান এবং চলচ্চিত্র সম্পর্কিত শিল্পের অনুশীলন ও প্রয়োগ করার প্রচেষ্টা করা হবে। আমাদের প্রচেষ্টা থাকবে, কুবি ফিল্ম সোসাইটিকে শুধু ক্যাম্পাসেই নয়, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়েও উপস্থাপন করা।
বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. নাহিদা বেগম বলেন, ‘আমরা ছোট বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। আমরা যদি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে আমাদের তুলনা করি তাহলে আমরা দেখতে পাব আমাদের পরিসর। তো আমাদের মনন তৈরি হবে কি দিয়ে? মনন তৈরি হওয়ার জন্য সবচেয়ে বড় দরকার সাংস্কৃতিক অঙ্গন। আমরা দেখতে পাব ৫ টা বাজলে আমাদের ক্যাম্পাস নিরব হয়ে যায় আমাদের করার মতো কিছু থাকে না, দেখার কিছু থাকে না। তো আমাদের মনে হয়েছে এই ক্যাম্পাসকে আরো একটু সচল রাখতে চায়, আরো একটু কালচারালি এক্টিভ রাখতে চায় তাহলে আমাদের আরো সংগঠন প্রয়োজন। তা থেকেই আমরা আমাদের এই চলচ্চিত্র সংগঠনকে এনেছি। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মতো ছোট্ট পরিসরের বিশ্ববিদ্যালয়ের মানুষদের চিন্তা ধারা পজিটিভ দিকে নিয়ে যাওয়ার জন্য আমরা এই ফিল্ম সোসাইটি গঠন করেছি।’
সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও প্রত্নতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান ড. মুহাম্মদ সোহরাব উদ্দিন বলেন, ‘জীবন একটাই, জীবনকে উপভোগ্য করো তোলো, উপভোগ করার জন্য তুমি নিয়ামক গুলো বেঁচে নাও। আমরা অনেক দিন আগে থেকেই কথা বলে আসছিলাম অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো আমাদেরও একটা ফিল্ম সোসাইটি হওয়া প্রয়োজন। আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে এই ফিল্ম সোসাইটির যাত্রা শুরু হলো। আমরা এই সংগঠনের সাফল্য কামনা করি এবং এই ফিল্ম সোসাইটির মাধ্যমে আমাদের মনস্তাত্ত্বিক চিন্তাধারার পরিবর্তন হবে এই আশা ব্যক্ত করি।’
উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে একটি চিন্তাশীল ও সচেতন চলচ্চিত্রচর্চার পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে এই সংগঠনের যাত্রা শুরু হচ্ছে। ইতিহাস, সাহিত্য এবং সৃজনশীলতার সঙ্গে যুক্ত থেকে একটি গভীর মননচর্চার ক্ষেত্র তৈরি করে। কুবি ফিল্ম সোসাইটি সেই লক্ষ্যে নিয়মিত প্রদর্শনী, আলোচনা, কর্মশালা এবং সাংস্কৃতিক আয়োজন পরিচালনার পরিকল্পনা করছে।