এয়াকুবিয়া মাদ্রাসার সুবর্ণ জয়ন্তী এবং পুনর্মিলনী উদযাপিত

- Update Time : ০৮:৩১:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
- / ১০৬ Time View
চট্টগ্রামের আনোয়ারা উপজেলাধীন ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বটতলী শাহ মোহছেন আউলিয়া (র:) এয়াকুবিয়া আলিম মাদ্রাসা এর সুবর্ণ জয়ন্তী এবং পুনর্মিলনী অনুষ্ঠান ২৪ মে ২০২৫ ইং শনিবার সকাল ১১ টায় অত্যন্ত উৎসাহ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে।
মাদ্রাসার প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তি, আলেম-ওলামা, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, সাংবাদিক, অভিভাবক এবং এলাকাবাসী।
পরিচালনা পরিষদের নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব জালাল উদ্দীন আহমেদ চৌধুরী মঞ্জুর সভাপতিত্বে এবং প্রাক্তন শিক্ষার্থী পরিষদের সদস্য সচিব আরিফ মঈন উদ্দীন মনিরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতি তার বক্তব্যে বলেন- জাতীয় জীবনে একটি সুস্থ সমাজ প্রতিষ্ঠা ও সমৃদ্ধ দেশ গঠনে শিক্ষার কোন বিকল্প নেই। যুগ যুগ ধরে এদেশে সাধারণ শিক্ষার পাশাপাশি দ্বীনি শিক্ষা অহর্নিশ অবদান রেখে চলেছে। যে ধারাবাহিকতায় দক্ষিণ চট্টগ্রামে অত্র মাদরাসা দ্যুতি ছড়াচ্ছে প্রজন্ম পরম্পরায়। অত্র মাদরাসার সূবর্ণ জয়ন্তী পুনর্মিলনী অনুষ্ঠান উদযাপন আর এক মাইলফলক।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ৪নং ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান ও বটতলী শাহ মোহছেন আউলিয়া (রহ:) এয়াকুবিয়া আলিম মাদ্রাসার সাবেক সভাপতি আলহাজ্ব কুতুবউদ্দিন আহমদ চৌধুরী,উদ্ভোধক ছিলেন প্রাক্তন শিক্ষার্থী পরিষদের আহবায়ক অধ্যাপক আরিফ উদ্দীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারখাইন জামেয়া জমহুরিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা আব্দুল খালেক শওকী এবং বখতিয়ার পাড়া চারপীর আউলিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা কাজী আব্দুল হান্নান।
উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা পরিষদের সাবেক সভাপতি মহিউদ্দিন আহমদ টিপু, মাদ্রাসা সুপার অধ্যক্ষ জানে আলম নিজামী।
প্রতিষ্ঠাতা পরিবারের উত্তরসূরি হিসেবে ছিলেন অধ্যাপক ইমতিয়াজ উদ্দিন আহমদ চৌধুরী জুয়েল, মেসবাহ উদ্দিন চৌধুরী সোহেল,মেহবুব উদ্দীন চৌধুরী রাসেল, এডভোকেট রকীব উদ্দীন জালাল (ফাহিম)।
বক্তব্য রাখেন প্রতিষ্ঠাকালীন সুপার মাওলানা আব্দুল মোমিন, বর্তমানে কর্মরত শিক্ষক মাওলানা মুসলিম উদ্দীন, শাহেদা বেগম।
প্রাক্তন শিক্ষার্থী পরিষদের মধ্যে থেকে স্মৃতিচারণ করেন এস এম হেলাল, মোহাম্মদ সেলিম উদ্দিন, জাহেদুল ইসলাম,আহমদ নাঈম, মোরশেদুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে আলোচনা সভা ছাড়া ও দোয়া মাহফিল, ছাত্রদের হামদ-নাত পরিবেশনা, প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণ ও প্রাক্তন শিক্ষক ও অতিথিদের সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে ১৮ ব্যাচের পক্ষ মিলনায়তন অফিস কক্ষে ফার্নিচার হস্তান্তর করা হয়।
উক্ত অনুষ্ঠান মোনাজাতের মাধ্যমে সমাপ্ত করা হয় , মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ আল্লামা কাজী আবদুল হান্নান।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়