পাকিস্তানের পাঞ্জাবে ঝড়ের তাণ্ডব: ৮ জন নিহত, আহত ৪৫

- Update Time : ০৫:৪৭:১৪ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
- / ২০ Time View
পাকিস্তানের পাঞ্জাব জুড়ে ভয়াবহ ঝড় ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বিভিন্ন দুর্ঘটনায় অন্তত ৮ জন নিহত ও ৪৫ জন আহত হয়েছেন। প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ) শনিবার এই তথ্য নিশ্চিত করেছে।
শনিবার (২৪ মে) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে জিও টিভি।
পিডিএমএ’র প্রাথমিক প্রতিবেদনে জানানো হয়, বেশিরভাগ মৃত্যু ঘটেছে পুরনো ও ঝুঁকিপূর্ণ ভবন ধসে পড়ার কারণে।
নিহতদের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে ঝেলম জেলায়, আর রাওয়ালপিণ্ডি, শেখুপুড়া, ননকানা সাহিব, সিয়ালকোট এবং মিয়ানওয়ালিতে একজন করে প্রাণ হারিয়েছেন।
লাহোরে ঝড়ের সময় গাছ উপড়ে পড়া, সৌর প্যানেল ক্ষতিগ্রস্ত হওয়ার মতো একাধিক ঘটনা ঘটেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
অপরদিকে, রেসকিউ কর্মকর্তারা জানিয়েছেন, শুধুমাত্র লাহোরেই ১০ জনের মৃত্যু ও অন্তত ৫১ জন আহত হয়েছেন।
পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ প্রশাসন ও উদ্ধারকারী সংস্থাগুলোকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। তিনি বৃষ্টিপাত ও ঝড়ের কারণে প্লাবিত নিম্নাঞ্চলগুলোকে চিহ্নিত করে জরুরি পদক্ষেপ নেওয়ারও নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তাদের।
ঝড় শুরু হওয়ার আগের দিন, জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ) একটি আবহাওয়া সতর্কবার্তা জারি করেছিল। এতে বলা হয়, পরবর্তী ১২ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে পাঞ্জাব, ইসলামাবাদ এবং খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন অঞ্চলে বিচ্ছিন্ন বৃষ্টিপাত, বজ্রঝড়, ধুলিঝড় ও প্রবল দমকা হাওয়া বয়ে যেতে পারে।
এনডিএমএ’র অধীনস্থ ন্যাশনাল ইমার্জেন্সিজ অপারেশন সেন্টার (এনইওসি) এক সতর্কবার্তায় জানিয়েছে, প্রবল বাতাস দুর্বল গাছ উপড়ে ফেলতে পারে এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা রয়েছে।
ধুলিঝড় ও ঝড়ো হাওয়ায় ভঙ্গুর স্থাপনা, ছাউনি, যানবাহন ও বৈদ্যুতিক অবকাঠামোর ক্ষতির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে দৃষ্টিসীমা হ্রাস পাওয়ায় সড়ক দুর্ঘটনার আশঙ্কাও বাড়তে পারে।
বিপদাপন্ন অঞ্চলের মধ্যে রয়েছে: ইসলামাবাদ, রাওয়ালপিণ্ডি, অ্যাটক, ঝেলম, চকওয়াল, মিয়ানওয়ালি, সিয়ালকোট, ফয়সালাবাদ, সরগোধা, গুজরানওয়ালা, গুজরাট, লাহোর, নারোয়াল ও আশপাশের এলাকা।
খাইবার পাখতুনখোয়াতেও পরবর্তী ১২ থেকে ৩৬ ঘণ্টায় বিচ্ছিন্ন বৃষ্টিপাত, বজ্রঝড়, ধুলিঝড় ও ঝড়ো বাতাসের পূর্বাভাস দেওয়া হয়েছে। ঝুঁকিপূর্ণ জেলাগুলোর মধ্যে রয়েছে চিত্রাল, বাট্টাগ্রাম, কোহিস্তান, কোহাট, কুরম, বান্নু, মারদান, পেশোয়ার, সোয়াবি, চারসদা, নওশেরা, মানসেহরা, অ্যাবোটাবাদ, ডেরা ইসমাইল খান, বাজাউর, মহমন্দ ও পার্শ্ববর্তী এলাকা।
জনসাধারণকে সতর্ক থাকার, ঝড়ের সময় ঘরের বাইরে যাওয়া এড়িয়ে চলার এবং দুর্বল গাছ বা স্থাপনার পাশে অবস্থান না করার অনুরোধ জানানো হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়