গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

- Update Time : ০৩:৩০:০৭ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
- / ৫৩ Time View
গাজীপুরের পোড়াবাড়ি এলাকায় শাহ সুফি ফসিহ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় নিহতের প্রতিবাদ ও ফুট ওভারব্রিজ নির্মাণের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এতে ওই মহাসড়কের উভয়দিকে যান চলাচল বন্ধ হয়ে যায়।
রোববার (২৫ মে) সকাল থেকে শিক্ষার্থীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করে।
পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে প্রায় আড়াই ঘণ্টা পর যান চলাচল শুরু হয়।
এর আগে, গত মঙ্গলবার সকাল ১০টায় সড়ক পারাপারের সময় বাসচাপায় গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফারুক।
নিহত ওমর ফারুক শাহ সুফি ফসিহ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিলেন। তিনি সিটি করপোরেশনের পোড়াবাড়ী এলাকার আবু তাহেরের ছেলে।
এদিকে রোববার নিহতের খবর স্কুলে পৌঁছালে তার সহপাঠীরা বিক্ষুব্ধ হয়ে পড়ে। একপর্যায়ে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে পোড়াবাড়ি বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেয়। এতে মহাসড়কের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। মহাসড়কের উভয়দিকে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করে। এক পর্যায়ে বেলা সোয়া ১২টার দিকে প্রশাসনের আশ্বাসে সড়ক অবরোধ প্রত্যাহার করে নেয় শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানান, বেপরোয়া গতির গাড়িচাপায় প্রায়ই শিক্ষার্থীসহ সাধারণ মানুষের মৃত্যু ঘটেছে। এজন্য বাজার এলাকায় ফুটওভার ব্রিজ দাবি করেছেন তারা।
অন্যদিকে দীর্ঘ সময় যানজটে আটকে থেকে অতিষ্ঠ যাত্রী ও চালকরা। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তারা।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান বলেন, সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থীর মৃত্যুর খবরে সকাল ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। তাদেরকে বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়ার আড়াই ঘণ্টা পর ওই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়