ঢাকা ০৬:১২ অপরাহ্ন, শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ২২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
প্রধান বিচারপতিও কিন্তু কনটেম্পট অব কোর্টের ঊর্ধ্বে নন: অ্যাটর্নি জেনারেল কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান মামা-চাচা ছাড়া যারা নিয়োগ পেয়েছেন, তারা দেশের সম্পদ: উপদেষ্টা আসিফ দুই মাসের মধ্যে যুক্তরাষ্ট্রের কাছে ক্ষমা চাইবে ভারত আ.লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে : উপদেষ্টা আসিফ মুনিয়ার বোনকে গ্রেফতারের দাবি ইলিয়াসের চীনের সঙ্গে সীমান্ত সংঘাত ভারতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ : অনিল চৌহান মহানবী (সা.)-এর অনুপম জীবনাদর্শ বিশ্বে শান্তি ও কল্যাণ নিশ্চিত করতে পারে মহানবী শিখিয়েছেন ন্যায়বিচার কোনো ব্যক্তি বিশেষের জন্য সীমাবদ্ধ নয় গণঅধিকার পরিষদকে নিষেধাজ্ঞার দাবি জাপা মহাসচিবের

পদত্যাগ করার এখতিয়ার ইউনূস সরকারের নেই: ফয়জুল করীম

জাতীয় ডেস্ক
  • Update Time : ১২:১০:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
  • / ৩২৯ Time View

ছবিঃ সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, অন্তর্বর্তী সরকারের পদ থেকে পদত্যাগ করার এখতিয়ার ইউনূস সরকারের নেই।

শুক্রবার লক্ষ্মীপুরের দক্ষিণ তেমুহনী এলাকায় এক সম্মেলনে তিনি একথা বলেন।

তিনি বলেন, “আমরা গুঞ্জন শুনেছি ইউনূস সরকার পদত্যাগ করবেন। আমি ইউনূস সরকারকে বলব—ওই চেয়ারে আপনি নিজে ইচ্ছা করে বসেননি; ওখানে জনগণ আপনাকে বসিয়েছে। ওখান থেকে পদত্যাগ করার এখতিয়ার আপনার নিজের নেই। যারা আপনাকে সেখানে বসিয়েছে, তাদের অনুমতি ব্যতীত, তাদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো ব্যতীত আপনি ইচ্ছা করলেই সেখান থেকে চলে যেতে পারেন—এটা আপনার শান ও মানের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। এটি আপনার ব্যক্তিত্বেরও পরিপন্থী।

“জনগণ আপনাকে সেখানে বসিয়েছে মুক্তি পাওয়ার জন্য, স্বাধীনতা অর্জনের জন্য, শান্তি পাওয়ার জন্য, নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য, বৈষম্য দূর করার জন্য এবং একটি গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করার জন্য।

“মানুষ সংস্কার চায়। সেই সংস্কার বাস্তবায়নের জন্যই আপনাকে বসানো হয়েছে। আপনি ইচ্ছা করলে পদত্যাগ করবেন, ইচ্ছা করলে ছেড়ে যাবেন—এমনটা হতে পারে না। এখানে চাওয়া বা না চাওয়া আপনার ব্যক্তিগত বিষয় নয়। আপনার থাকা বা না থাকা গোটা বাংলাদেশের জনগণের স্বার্থের সঙ্গে জড়িত।

“আমি ইউনূস সরকারকে বলব—কোনো অবস্থাতেই আপনি এমন কোনো সিদ্ধান্ত নেবেন না, যে সিদ্ধান্তে ভারত খুশি হবে। ভারতের জনগণ হাসবে, মোদি সরকার খিলখিল করে হেসে উঠবে—এমন সিদ্ধান্ত আপনি নিতে পারেন না। বরং এমন সিদ্ধান্ত নিতে হবে, যাতে বাংলাদেশের মানুষ সত্যিকার অর্থে স্বাধীনতা অনুভব করতে পারে, স্বাধীনভাবে বাঁচতে পারে। আমরা ভারতের জিঞ্জিরায় আবদ্ধ ছিলাম। তাদের পরানো জিঞ্জির থেকে আমরা মুক্ত হতে চাই।”

Please Share This Post in Your Social Media

পদত্যাগ করার এখতিয়ার ইউনূস সরকারের নেই: ফয়জুল করীম

জাতীয় ডেস্ক
Update Time : ১২:১০:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, অন্তর্বর্তী সরকারের পদ থেকে পদত্যাগ করার এখতিয়ার ইউনূস সরকারের নেই।

শুক্রবার লক্ষ্মীপুরের দক্ষিণ তেমুহনী এলাকায় এক সম্মেলনে তিনি একথা বলেন।

তিনি বলেন, “আমরা গুঞ্জন শুনেছি ইউনূস সরকার পদত্যাগ করবেন। আমি ইউনূস সরকারকে বলব—ওই চেয়ারে আপনি নিজে ইচ্ছা করে বসেননি; ওখানে জনগণ আপনাকে বসিয়েছে। ওখান থেকে পদত্যাগ করার এখতিয়ার আপনার নিজের নেই। যারা আপনাকে সেখানে বসিয়েছে, তাদের অনুমতি ব্যতীত, তাদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো ব্যতীত আপনি ইচ্ছা করলেই সেখান থেকে চলে যেতে পারেন—এটা আপনার শান ও মানের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। এটি আপনার ব্যক্তিত্বেরও পরিপন্থী।

“জনগণ আপনাকে সেখানে বসিয়েছে মুক্তি পাওয়ার জন্য, স্বাধীনতা অর্জনের জন্য, শান্তি পাওয়ার জন্য, নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য, বৈষম্য দূর করার জন্য এবং একটি গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করার জন্য।

“মানুষ সংস্কার চায়। সেই সংস্কার বাস্তবায়নের জন্যই আপনাকে বসানো হয়েছে। আপনি ইচ্ছা করলে পদত্যাগ করবেন, ইচ্ছা করলে ছেড়ে যাবেন—এমনটা হতে পারে না। এখানে চাওয়া বা না চাওয়া আপনার ব্যক্তিগত বিষয় নয়। আপনার থাকা বা না থাকা গোটা বাংলাদেশের জনগণের স্বার্থের সঙ্গে জড়িত।

“আমি ইউনূস সরকারকে বলব—কোনো অবস্থাতেই আপনি এমন কোনো সিদ্ধান্ত নেবেন না, যে সিদ্ধান্তে ভারত খুশি হবে। ভারতের জনগণ হাসবে, মোদি সরকার খিলখিল করে হেসে উঠবে—এমন সিদ্ধান্ত আপনি নিতে পারেন না। বরং এমন সিদ্ধান্ত নিতে হবে, যাতে বাংলাদেশের মানুষ সত্যিকার অর্থে স্বাধীনতা অনুভব করতে পারে, স্বাধীনভাবে বাঁচতে পারে। আমরা ভারতের জিঞ্জিরায় আবদ্ধ ছিলাম। তাদের পরানো জিঞ্জির থেকে আমরা মুক্ত হতে চাই।”