উখিয়ায় কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির মানববন্ধন কর্মসূচি

- Update Time : ০৩:৩৬:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫
- / ২১৪ Time View
বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি উখিয়া উপজেলা শাখা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
২২ মে ( বৃহস্পতিবার) সকাল ১০ থেকে উখিয়া উপজেলা সদরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তারা ঔষুধ বিক্রয় কমিশন বৃদ্ধি করা,মেয়াদোত্তীর্ণ ঔষুধ দ্রুত সময়ের মধ্যে ফেরত নেওয়া এবং প্রতিস্থাপন করা,ড্রাগ লাইসেন্সবিহীন ফার্মেসীতে ঔষধ কোম্পানি কর্তৃক ঔষধ সরবরাহ বন্ধ করা এবং সকল ঔষধের মুল্য সরকার কর্তৃক নির্ধারণ করার যুক্তিক দাবী বাস্তবায়নের লক্ষে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানান।
এতে বক্তব্য রাখেন বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি উখিয়া উপজেলা শাখর সভাপতি ডা: ফরিদ আহামদ, সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম কাশেম, বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি কক্সবাজার জেলা শাখার নব মনোনীত সদস্য ইকবাল হোসাইন প্রমুখ।
সভা সঞ্চালনা করেন সংগঠনের উখিয়া উপজেলা সহসভাপতি জহির আহমেদ। এতে উখিয়া উপজেলা শাখার প্রতিটি ইউনিটের সভাপতি-সাধারণ সম্পাদক সহ সংশ্লিষ্ট দায়িত্বশীলরা বক্তব্য রাখেন।