টঙ্গীতে পৃথক অভিযানে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৭

- Update Time : ০৩:৩১:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫
- / ১৭১ Time View
গাজীপুরের টঙ্গী পূর্ব থানা এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে ৭ ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২১ মে) দিবাগত রাতে টঙ্গীর নতুনবাজার ও আরিচপুর এলাকায় এসব অভিযান চালানো হয়। অভিযানে দেশীয় অস্ত্র, ১৩ গ্রাম হেরোইন এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন—জাহিদুল ইসলাম জাহিদ (৩০), মাসুদ রানা (৩২), রুবেল হোসেন (৩০), জামাল উদ্দিন (৩২), শরিফুল ইসলাম (৩৫), মো. শফিকুল ইসলাম (৪৫) এবং মো. কামাল হোসেন (৪২)। তারা সবাই গাজীপুর ও আশপাশের এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের দুটি দল ওই রাতে পৃথক দুটি স্থানে অভিযান চালায়। এ সময় আসামিরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। ঘটনাস্থল থেকে তাদের গ্রেফতার করা হয়। অভিযানকালে তাদের হেফাজত থেকে দেশীয় ধারালো অস্ত্র, ১৩ গ্রাম হেরোইন এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। পরে বৃহস্পতিবার (২২ মে)সকালে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়