বাংলার পাশাপাশি ইংরেজি শেখাও সমান জরুরি : বেরোবি উপাচার্য

- Update Time : ০৫:১৫:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
- / ৫৯ Time View
সকল শিক্ষার্থী ইংরেজিতে দক্ষ না হওয়া পর্যন্ত সম্প্রতি চালু হওয়া আইইএলটিএস প্রোগ্রাম চলবে। বাংলার পাশাপাশি ইংরেজি শেখাও সমান জরুরি। এ ক্ষেত্রে, প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ের ফান্ড থেকে সহায়তা করার প্রতিশ্রুতি ব্যাক্ত করেন রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী।
বৃহস্পতিবার (২২ মে) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৩ এর ম্যানেজমেন্ট ইনফরমেশান সিস্টেমসের গ্যালারি কক্ষে আইইএলটিএস প্রোগ্রাম পরিচালনকারী প্রতিষ্ঠান কিক ও বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ সাপোর্ট অফিসের উদ্যোগে শিক্ষার্থীদের জন্য আয়োজিত ‘ইন্ট্রোডাকটরি কোর্স অন আইইএলটিএস’-এর উদ্বোধনকালে এ সব কথা বলেন বেরোবি উপাচার্য।
অধ্যাপক ড. মো. শওকাত আলী বলেন, একাডেমিকসহ পেশাদারি নানা ক্ষেত্রে দক্ষ হয়ে উঠতে শিক্ষার্থীদের বাংলার পাশাপাশি ইংরেজি শেখাও সমানভাবে জরুরি। ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা। বাইরের দেশে পিএইচডি ডিগ্রি অর্জনে এখন কমপক্ষে আইইএলটিএস স্কোর ছয় প্রয়োজন হয়। তাই তোমাদের দক্ষতা বৃদ্ধিতে আমরা বিনামূল্যে আইইএলটিএস প্রোগ্রাম চালু করেছি।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের কথা ভেবেই আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) পর বেরোবিতে এই সুবিধা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে শিক্ষার্থীদের পদ্ধতিগতভাবে চর্চার মাধ্যমে একে অপরের সঙ্গে স্পিকিং ও লিসেনিং দক্ষতা বাড়ানোর পরামর্শ দেন তিনি।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে আবু সাঈদের বিশ্ববিদ্যালয় উল্লেখ করে উপাচার্য যোগ করেন, আবু সাঈদের বিশ্ববিদ্যালয় হিসেবে বর্তমান প্রশাসন তাঁর রক্তের কাছে ঋণী। তাই কেউ যেন কোনো বৈষম্যের শিকার না হয় সে বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে।
ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের উপদেষ্টা অধ্যাপক ড. মো. ইলিয়াছ প্রামানিক বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মূল অংশীজন হলো এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাই আমরা তোমাদের মাধ্যমে গোটা বিশ্বে পরিচিত হতে চাই। সে দিক থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই উদ্যোগ প্রশংসার দাবি রাখে। আমরা আশা করি নিজেদেরকে আন্তর্জাতিক নাগরিক হিসেবে গড়ে তুলতে তোমরা এই উদ্যোগের মাধ্যমে লাভবান হবে।
পরে কিকের মেন্টর মাহমুদ রেজা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সেশন নেন। সে সময়, অর্ধ শতাধিক শিক্ষার্থী সেখানে উপস্থিত ছিলেন।