মানববন্ধনে বক্তারা
দাবী না মানলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অচল করে দেওয়া হবে

- Update Time : ০২:১৫:৫২ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫
- / ৫৪ Time View
বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম গুরুত্বপূর্ণ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনের দাবীতে লোহাগাড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(২০ মে) সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লাইন বাস্তবায়ন পরিষদের ব্যানারে মহাসড়কের লোহাগাড়া উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬লাইন বাস্তবায়ন পরিষদের লোহাগাড়ার আহ্বায়ক মাষ্টার মোঃ ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়হাতিয়া ইউপি সাবেক চেয়ারম্যান এমডি জুনাইদ চৌধুরী।
চট্টগ্রাম জজ কোর্টের সহকারি পাবলিক প্রসিকিউটর এডভোকেট রেজাউল করিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রজন্ম লোহাগাড়ার আহ্বায়ক মোহাম্মদ শাহাব উদ্দিন, সমাজসেবক ও রাজনীতিবীদ নুরুচ্ছাফা, সমাজসেবক ও রাজনীতিবীদ গোফরান তোরাব।
এছাড়াও চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬লাইন বাস্তবায়ন পরিষদের সদস্যরা ও অন্যন্য নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ লোহাগাড়ার সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬লেন দ্রুত বাস্তবায়ন করা না হলে মহাসড়ক অচল করে দেওয়ার হুশিয়ারী উচ্চারণ করেন বক্তারা।