ছাত্রদল নেতা সাম্যের হত্যার প্রতিবাদ ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ছাত্রদলের মানববন্ধন

- Update Time : ১০:৪০:১৪ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫
- / ১১ Time View
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদল। একইসঙ্গে বাকৃবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানায় সংগঠনটি।
রবিবার (১৮ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন বীরপ্রতীক এটিএম খালিদের স্মৃতিস্তম্ভের পাদদেশে এ প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বাকৃবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম তুষারের নেতৃত্বে আয়োজিত কর্মসূচিতে সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে উপস্থিত অন্যান্য নেতাকর্মীরা ‘বীরপ্রতীক খালিদ থেকে সাম্য—এমন হত্যা নয় কারো কাম্য’, ‘২৪, ৭১-এর চেতনা—মুছে যেতে দেব না’ প্রভৃতি স্লোগান দেন।
সমাবেশে বক্তব্য দিতে গিয়ে ছাত্রদল নেতা তুষার বলেন, “ক্যাম্পাসে চায়ের দাম বেড়েছে, কিন্তু জীবনের দাম বাড়েনি। তাই এখনো ক্যাম্পাস রক্তাক্ত হয়। ১৯৮০ সালে শহীদ বীরপ্রতীক এটিএম খালিদকে হত্যার মধ্য দিয়ে যে রক্তাক্ত অধ্যায় শুরু হয়েছিল, তা অব্যাহত রয়েছে। সাম্প্রতিক সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তা সেই ধারাবাহিকতারই অংশ।প্রশাসন যেমন ১৯৮০ সালে শহীদ খালিদকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছিল, তেমনি এখন ২০২৫ সালেও সাম্যের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। আমরা বারবার ধৈর্য ধরছি, কিন্তু হত্যাকারীদের গ্রেপ্তার না করলে ছাত্রদল নিজেই প্রতিরোধের ইতিহাস লিখবে।
সম্প্রতি বাকৃবিতে এক দোকানির হাতে শিক্ষার্থী ছুরিকাঘাতের চেষ্টার প্রসঙ্গ টেনে তুষার বলেন, শুক্রবার বিকেলে পোল্ট্রি মোড়ে এক দোকানদার বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলার চেষ্টা করে। এটি পরিষ্কারভাবে দেখায়, প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তায় কতটা উদাসীন। আমরা অবিলম্বে সেই দোকানি মাসুদ রানাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।