পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ভারতে শিক্ষার্থী গ্রেপ্তার

- Update Time : ০৬:২২:৪১ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫
- / ৫ Time View
গুপ্তচরবৃত্তি এবং পাকিস্তানে সংবেদনশীল তথ্য পাচারের অভিযোগে অভিযোগে এক শিক্ষার্থীকে গ্রেফতার করেছে ভারত। তার নাম দেবেন্দ্র সিং ধিলন। তিনি হরিয়ানার পাতিয়ালার খালসা কলেজের রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র।
ফেইসবুকে বন্দুক ও পিস্তলের ছবি দেওয়ার পর দেবেন্দ্র সিং ধিলোন নামের পাতিয়ালার খালসা কলেজের ওই ছাত্রকে গত ১২ মে কাইথাল থেকে আটক করা হয়েছিল বলে জানিয়েছে এনডিটিভি।
আটক ২৫ বছর বয়সী ওই শিক্ষার্থী গত নভেম্বরে কর্তারপুর করিডোর দিয়ে পাকিস্তান যান এবং সেখানে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইএ-র কর্মকর্তাদের সঙ্গে সংবেদনশীল তথ্য শেয়ার করেন বলে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে।
ধিলোনকে তুষ্ট করতে পাকিস্তানের গোয়েন্দা কর্মকর্তারা বিপুল অর্থ খরচ করেন বলে ধারণা করা হচ্ছে; স্নাতকোত্তর প্রথম বর্ষের এ শিক্ষার্থী পাকিস্তানি কর্মকর্তাদের সঙ্গে পাতিয়ালা সেনা ক্যান্টনমেন্টের ছবিও শেয়ার করেছেন, বলেছেন কাইথাল পুলিশ সুপারিনটেন্ডেন্ট আস্থা মোদী।
ধিলোনের মোবাইল ফোন ফরেনসিক পরীক্ষায় পাঠানো হয়েছে এবং পাকিস্তানি কর্মকর্তাদের সঙ্গে আর্থিক লেনদেনের যোগসূত্র খুঁজে বের করতে তার ব্যাংক হিসাবও খতিয়ে দেখা হচ্ছে।
এ নিয়ে কয়েকদিনের মধ্যে একই রাজ্য থেকে পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে দ্বিতীয় কাউকে গ্রেপ্তার করা হল।
কয়েকদিন আগে পানিপথ থেকে ২৪ বছর বয়সী নওমান ইলাহী নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। উত্তর প্রদেশের বাসিন্দা ইলাহী হরিয়ানায় নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করতেন। পাকিস্তানে তথ্য পাচারের বিনিময়ে তার এক আত্মীয় ও কোম্পানির গাড়িচালকের অ্যাকাউন্টে অর্থ পাঠানো হতো বলে অভিযোগ রয়েছে।
গুপ্তচরবৃত্তির অভিযোগে গত সপ্তাহে পাঞ্জাব পুলিশও এক নারীসহ দুইজনকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে দিল্লিতে পাকিস্তান হাইকমিশনে নিযুক্ত এক কর্মকর্তার সঙ্গে যোগসাজশে গুপ্তচরবৃত্তি করার অভিযোগ আনা হয়েছে।