ঢাকা ০৪:০৫ পূর্বাহ্ন, শনিবার, ০৫ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
৭ বছরে ও সুবর্ণা হত্যার বিচার হয়নি, হুমকির মুখে পরিবার ও আত্মীয়-স্বজন অপচিকিৎসায় রোগীর মৃত্যু; রংপুরে দুই ক্লিনিককে জরিমানা,ওটি সিলগালা পিআর পদ্ধতি দেশকে আরও বেশি স্বৈরতন্ত্রের দিকে ঠেলে দেবে – রিজভী তিন দফা দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি দিল শেকৃবি শিক্ষার্থীরা কুবিতে র‍্যাগিংয়ের অভিযোগ অভিযুক্ত ব্যাচের ক্লাস-পরীক্ষা বন্ধ; তদন্ত কমিটি গঠন ব্রাহ্মণবাড়িয়ায় আকাশমনি ও ইউক্যালিপটাস গাছের চারা ধ্বংস নজরুল বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি ১-১১’র প্রেক্ষাপট তৈরি করে আ.লীগ কর্তৃত্বশীল শাসকরূপে চিহ্নিত হয় : মাওলানা আবদুল হালিম মাদক বিষাক্ত সাপের মতো ব্যক্তি ও সমাজকে নিঃশেষ করে দেয় জুলাই আন্দোলনের অগ্নিস্ফুলিঙ্গ শুরু হয়েছিল রংপুর থেকেই: নাহিদ ইসলাম

গাজাবাসীর পাশে দাঁড়াবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : ০৬:৪৭:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫
  • / ১১২ Time View

গাজায় অনেক মানুষ অনাহারে আছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র তাদের পাশে দাঁড়াবে বলেও জানিয়েছেন তিনি।

গত ১৩ মে মধ্যপ্রাচ্য সফরে গিয়েছিলেন তিনি। সফরের শেষ দিন ছিল ১৫ মে। এদিন মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশ সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে সংক্ষিপ্ত বক্তব্য দেন ট্রাম্প।

সেখানে তিনি বলেন, “এবং গাজা। গাজার সার্বিক পরিস্থিতি আমাদের পর্যবেক্ষণে রয়েছে। সেখানে প্রচুর মানুষ না খেয়ে আছে, অনেক বাজে ব্যাপার ঘটছে। আমরা গাজার বাসিন্দাদের যত্ন নেব।”

প্রসঙ্গত, গাজা উপত্যকায় গত দেড় বছরেরও বেশি সময় ধরে ভয়াবহ সামরিক অভিযান চালাচ্ছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এতে এ পর্যন্ত নিহত হয়েছেন ৫২ হাজার ৯০০ এবং আহত হয়েছেন ১ লাখ ১৯ হাজার ৮৪৬ জন।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের যোদ্ধারা। এলোপাতাড়ি গুলি চালিয়ে ১ হাজার ২০০ জনকে হত্যার পাশাপাশি ২৫১ জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় তারা।

জিম্মিদের মুক্ত করতে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। ১৫ মাসেরও বেশি সময় ধরে টানা অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারী অন্যান্য দেশগুলোর চাপে বাধ্য হয়ে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করে ইসরায়েল। কিন্তু বিরতির দু’মাস শেষ হওয়ার আগেই গত ১৮ মার্চ থেকে ফের গাজায় সামরিক অভিযান শুরু করে আইডিএফ। দ্বিতীয় দফার এ অভিযানে গত ২ মাসে গাজায় নিহত হয়েছেন ২ হাজারেরও বেশি ফিলিস্তিনি, আহত হয়েছেন ১৫ হাজারের বেশি।

এদিকে দ্বিতীয় দফা অভিযান শুরুর আগে ১ মার্চ থেকেই গাজায় খাদ্য ও ত্রাণবাহী ট্রাক প্রবেশ বন্ধ করে দিয়েছে আইডিএফ। ফলে বর্তমানে খাবার, সুপেয় পানি ও ওষুধের অভাবে ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি চলছে গাজায়।

সূত্র : এএফপি

 

Please Share This Post in Your Social Media

গাজাবাসীর পাশে দাঁড়াবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
Update Time : ০৬:৪৭:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫

গাজায় অনেক মানুষ অনাহারে আছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র তাদের পাশে দাঁড়াবে বলেও জানিয়েছেন তিনি।

গত ১৩ মে মধ্যপ্রাচ্য সফরে গিয়েছিলেন তিনি। সফরের শেষ দিন ছিল ১৫ মে। এদিন মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশ সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে সংক্ষিপ্ত বক্তব্য দেন ট্রাম্প।

সেখানে তিনি বলেন, “এবং গাজা। গাজার সার্বিক পরিস্থিতি আমাদের পর্যবেক্ষণে রয়েছে। সেখানে প্রচুর মানুষ না খেয়ে আছে, অনেক বাজে ব্যাপার ঘটছে। আমরা গাজার বাসিন্দাদের যত্ন নেব।”

প্রসঙ্গত, গাজা উপত্যকায় গত দেড় বছরেরও বেশি সময় ধরে ভয়াবহ সামরিক অভিযান চালাচ্ছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এতে এ পর্যন্ত নিহত হয়েছেন ৫২ হাজার ৯০০ এবং আহত হয়েছেন ১ লাখ ১৯ হাজার ৮৪৬ জন।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের যোদ্ধারা। এলোপাতাড়ি গুলি চালিয়ে ১ হাজার ২০০ জনকে হত্যার পাশাপাশি ২৫১ জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় তারা।

জিম্মিদের মুক্ত করতে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। ১৫ মাসেরও বেশি সময় ধরে টানা অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারী অন্যান্য দেশগুলোর চাপে বাধ্য হয়ে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করে ইসরায়েল। কিন্তু বিরতির দু’মাস শেষ হওয়ার আগেই গত ১৮ মার্চ থেকে ফের গাজায় সামরিক অভিযান শুরু করে আইডিএফ। দ্বিতীয় দফার এ অভিযানে গত ২ মাসে গাজায় নিহত হয়েছেন ২ হাজারেরও বেশি ফিলিস্তিনি, আহত হয়েছেন ১৫ হাজারের বেশি।

এদিকে দ্বিতীয় দফা অভিযান শুরুর আগে ১ মার্চ থেকেই গাজায় খাদ্য ও ত্রাণবাহী ট্রাক প্রবেশ বন্ধ করে দিয়েছে আইডিএফ। ফলে বর্তমানে খাবার, সুপেয় পানি ও ওষুধের অভাবে ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি চলছে গাজায়।

সূত্র : এএফপি