টঙ্গীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৯

- Update Time : ০৫:৫৬:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫
- / ২৬৫ Time View
গাজীপুর টঙ্গী পূর্ব থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে টঙ্গীর দক্ষিণ আরিচপুর এলাকা থেকে হিরোইন ও ইয়াবাসহ ৯ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছথেকে ২৫ গ্রাম হিরোইন ও ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত মধ্য রয়েছেন –শিরিন সরদার (৪২),লিমা (৩৫),পায়েল (২৩), ফারজানা (২০),সালমা (২৫),মাহিমা (২৫),করুণা (৪১),মায়া (১৮), এবং সাকিব হাসান (১৯)।
বৃহস্পতিবার গভীর রাতে দক্ষিণ আরিচপুর এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফরিদুল ইসলাম জানান আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে দক্ষিণ আরিচপুরে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আজ তাদের আদালতে পাঠানো হয়েছে।
এদিকে স্থানীয় বাসিন্দারা পুলিশের এই অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন। তারা বলেন, দক্ষিণ আরিচপুর এলাকায় মাদকের ছায়া দীর্ঘদিন ধরেই বিস্তৃত ছিল। পুলিশের এ ধরনের অভিযান নিয়মিত হলে মাদক নিয়ন্ত্রণে আসবে এবং এলাকার যুবসমাজ রক্ষা পাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়