পাইলটের দক্ষতায় বাঁচলেন বাংলাদেশ বিমানের ৭১ যাত্রী

- Update Time : ০৪:৩৬:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫
- / ১৬৭ Time View
কক্সবাজার বিমানবন্দর থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের চাকা খুলে নিচে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। পরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে বিমানটি।
জানা গেছে বিজি ৪৩৬ (ড্যাশ ৮-৪০০) বিমানটিতে শিশুসহ মোট ৭১ জন যাত্রী ছিল। কক্সবাজার থেকে ১ টা ৩৫ মিনিটে উড্ডয়ন করে বিমানটি।
শুক্রবার (১৬ মে) দুপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এবিএম রওশন কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে থেকে আকাশে ওড়ার পরই বিমানটির পেছনের একটি চাকা খুলে নিচে পড়ে যায়। বিমানটিতে ৭০ জনের বেশি যাত্রী ছিল।
তিনি আরও জানান পাইলট ক্যাপ্টেন বিল্লালের নেতৃত্বে দুপুর ২টা ২২ মিনিটে বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপদে অবতরণ করে। যাত্রী ও ক্রুরা সবাই সুস্থ ও নিরাপদ রয়েছেন।
এর আগে উড্ডয়নের পরপরই ক্যাপ্টেন বিল্লাল ঢাকার এয়ার ট্রাফিক কন্ট্রোলকে (এটিসি) জানান, তিনি জরুরি অবতরণ করতে চাচ্ছেন। পাইলটের বার্তা পাওয়ার পরপরই ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর জরুরি অবতরণের প্রস্তুতি নেয়। প্রস্তুত রাখা হয়েছিল ফায়ার সার্ভিসও।
উড়োজাহাজের চাকা খুলে পড়ার তদন্তে বের হলো চাঞ্চল্যকর তথ্য
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়