ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, শনিবার, ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
বর্তমান সময়ে সুষ্ঠ নির্বাচনের কথা কল্পনাও করা যায় না – জামায়াত আমির ৭ বছরে ও সুবর্ণা হত্যার বিচার হয়নি, হুমকির মুখে পরিবার ও আত্মীয়-স্বজন অপচিকিৎসায় রোগীর মৃত্যু; রংপুরে দুই ক্লিনিককে জরিমানা,ওটি সিলগালা পিআর পদ্ধতি দেশকে আরও বেশি স্বৈরতন্ত্রের দিকে ঠেলে দেবে – রিজভী তিন দফা দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি দিল শেকৃবি শিক্ষার্থীরা কুবিতে র‍্যাগিংয়ের অভিযোগ অভিযুক্ত ব্যাচের ক্লাস-পরীক্ষা বন্ধ; তদন্ত কমিটি গঠন ব্রাহ্মণবাড়িয়ায় আকাশমনি ও ইউক্যালিপটাস গাছের চারা ধ্বংস নজরুল বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি ১-১১’র প্রেক্ষাপট তৈরি করে আ.লীগ কর্তৃত্বশীল শাসকরূপে চিহ্নিত হয় : মাওলানা আবদুল হালিম মাদক বিষাক্ত সাপের মতো ব্যক্তি ও সমাজকে নিঃশেষ করে দেয়

সারাদেশের আদালতে হেল্পলাইন চালুর নির্দেশ

আইন-আদালত ডেস্ক
  • Update Time : ১১:০৯:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
  • / ১১৬ Time View

বিচারপ্রার্থী জনগণের সেবাপ্রাপ্তি সহজীকরণের লক্ষ্যে দেশের ৬৪ জেলায় ও ৮ মহানগর এলাকায় হেল্পলাইন চালু করার নির্দেশ দেয়া হয়েছে।

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার (বিচার) মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘দেশের সকল নাগরিকের বিচার সেবায় অভিগম্যতা এবং বিচার সংক্রান্ত অবাধ তথ্য প্রবাহ নিশ্চিতকরণের লক্ষ্যে প্রধান বিচারপতি সকল অধস্তন আদালত ট্রাইব্যুনালের সাথে সকল নাগরিকের বিচারিক সেবা প্রাপ্তিতে প্রতিবন্ধকতা, নানাবিধ অনিয়ম দূরীকরণে ৬৪ জেলায় ও ৮ মহানগর এলাকায় হেল্পলাইন চালু করার জন্য সদয় অভিপ্রায় ব্যক্ত করেছেন।’

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘জেলার/মহানগর এলাকার সকল অধস্তন আদালত এই হেল্পলাইনের আওতাভুক্ত থাকবে। দেশের বিভিন্ন ট্রাইব্যুনাল ও বিশেষ জজ/বিভাগীয় বিশেষ জজ আদালতসমূহকে ধাপে ধাপে এই হেল্পলাইনের আওতাভুক্ত করা হবে।

হেল্পলাইন চালুর বিষয়ে প্রত্যেক জেলা ও দায়রা জজ এবং মহানগর দায়রা জজ কর্তৃক তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন এবং একজন বিচার বিভাগীয় কর্মকর্তা হেল্পলাইনের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনসহ এই কমিটি বিচারপ্রার্থী জনগণের অনুকূলে হেল্পলাইনের মাধ্যমে সেবার মাসিক প্রতিবেদন সংশ্লিষ্ট জজশীপের জেলা ও দায়রা জজ প্রযোজ্য ক্ষেত্রে মহানগর দায়রা জজ-এর মাধ্যমে পরবর্তী মাসের ৭ তারিখের মধ্যে প্রেরণ করবেন।’

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দেশের ৬৪ জেলায় ও ৮ টি মহানগর এলাকায় হেল্পলাইন চালুকরণে প্রত্যেক জেলা জজশীপের জেলা ও দায়রা জজ/মহানগর দায়রা জজ বরাবর একটি মোবাইল ফোন এবং সীমকার্ড অত্র কোর্ট কর্তৃক সরবরাহ করা হবে।’

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, জেলা ও দায়রা জজ/মহানগর দায়রা জজ সংশ্লিষ্ট সকলের সাথে মতবিনিময় করে প্রচারের উদ্যোগ নিয়ে হেল্পলাইন নাম্বারটি অধস্তন আদালতের সকল শাখার সামনে এবং আদালত প্রাঙ্গণের গুরুত্বপূর্ণ স্থানে প্রদর্শনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

Please Share This Post in Your Social Media

সারাদেশের আদালতে হেল্পলাইন চালুর নির্দেশ

আইন-আদালত ডেস্ক
Update Time : ১১:০৯:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

বিচারপ্রার্থী জনগণের সেবাপ্রাপ্তি সহজীকরণের লক্ষ্যে দেশের ৬৪ জেলায় ও ৮ মহানগর এলাকায় হেল্পলাইন চালু করার নির্দেশ দেয়া হয়েছে।

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার (বিচার) মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘দেশের সকল নাগরিকের বিচার সেবায় অভিগম্যতা এবং বিচার সংক্রান্ত অবাধ তথ্য প্রবাহ নিশ্চিতকরণের লক্ষ্যে প্রধান বিচারপতি সকল অধস্তন আদালত ট্রাইব্যুনালের সাথে সকল নাগরিকের বিচারিক সেবা প্রাপ্তিতে প্রতিবন্ধকতা, নানাবিধ অনিয়ম দূরীকরণে ৬৪ জেলায় ও ৮ মহানগর এলাকায় হেল্পলাইন চালু করার জন্য সদয় অভিপ্রায় ব্যক্ত করেছেন।’

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘জেলার/মহানগর এলাকার সকল অধস্তন আদালত এই হেল্পলাইনের আওতাভুক্ত থাকবে। দেশের বিভিন্ন ট্রাইব্যুনাল ও বিশেষ জজ/বিভাগীয় বিশেষ জজ আদালতসমূহকে ধাপে ধাপে এই হেল্পলাইনের আওতাভুক্ত করা হবে।

হেল্পলাইন চালুর বিষয়ে প্রত্যেক জেলা ও দায়রা জজ এবং মহানগর দায়রা জজ কর্তৃক তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন এবং একজন বিচার বিভাগীয় কর্মকর্তা হেল্পলাইনের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনসহ এই কমিটি বিচারপ্রার্থী জনগণের অনুকূলে হেল্পলাইনের মাধ্যমে সেবার মাসিক প্রতিবেদন সংশ্লিষ্ট জজশীপের জেলা ও দায়রা জজ প্রযোজ্য ক্ষেত্রে মহানগর দায়রা জজ-এর মাধ্যমে পরবর্তী মাসের ৭ তারিখের মধ্যে প্রেরণ করবেন।’

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দেশের ৬৪ জেলায় ও ৮ টি মহানগর এলাকায় হেল্পলাইন চালুকরণে প্রত্যেক জেলা জজশীপের জেলা ও দায়রা জজ/মহানগর দায়রা জজ বরাবর একটি মোবাইল ফোন এবং সীমকার্ড অত্র কোর্ট কর্তৃক সরবরাহ করা হবে।’

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, জেলা ও দায়রা জজ/মহানগর দায়রা জজ সংশ্লিষ্ট সকলের সাথে মতবিনিময় করে প্রচারের উদ্যোগ নিয়ে হেল্পলাইন নাম্বারটি অধস্তন আদালতের সকল শাখার সামনে এবং আদালত প্রাঙ্গণের গুরুত্বপূর্ণ স্থানে প্রদর্শনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।