ঢাকা ১০:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
৭ বছরে ও সুবর্ণা হত্যার বিচার হয়নি, হুমকির মুখে পরিবার ও আত্মীয়-স্বজন অপচিকিৎসায় রোগীর মৃত্যু; রংপুরে দুই ক্লিনিককে জরিমানা,ওটি সিলগালা পিআর পদ্ধতি দেশকে আরও বেশি স্বৈরতন্ত্রের দিকে ঠেলে দেবে – রিজভী তিন দফা দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি দিল শেকৃবি শিক্ষার্থীরা কুবিতে র‍্যাগিংয়ের অভিযোগ অভিযুক্ত ব্যাচের ক্লাস-পরীক্ষা বন্ধ; তদন্ত কমিটি গঠন ব্রাহ্মণবাড়িয়ায় আকাশমনি ও ইউক্যালিপটাস গাছের চারা ধ্বংস নজরুল বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি ১-১১’র প্রেক্ষাপট তৈরি করে আ.লীগ কর্তৃত্বশীল শাসকরূপে চিহ্নিত হয় : মাওলানা আবদুল হালিম মাদক বিষাক্ত সাপের মতো ব্যক্তি ও সমাজকে নিঃশেষ করে দেয় জুলাই আন্দোলনের অগ্নিস্ফুলিঙ্গ শুরু হয়েছিল রংপুর থেকেই: নাহিদ ইসলাম

শেহবাজ শরিফের প্রস্তাবে রাজি ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : ০৮:২৬:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
  • / ১২৪ Time View

শেহবাজ শরিফ (বামে), ইমরান খান (ডানে)

পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা এবং কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দেশটির সরকারের সঙ্গে আলোচনার প্রস্তাবে রাজি হয়েছেন। বৃহস্পতিবার (১৫ মে) জিও নিউজের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

সম্প্রতি আলোচনার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ প্রস্তাব দেন। সূত্রের বরাতে জিও নিউজ বলছে, পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গোহর আলি খানকে আলোচনার জন্য অনুমতি দিয়েছেন ইমরান। গত সোমবার আদিয়ালা কারাগারে ইমরান খানের সঙ্গে দেখা করেন গোহর আলি।

ইমরান খান জানিয়েছেন, এসব আলোচনায় টেলিভিশন, ক্যামেরার কোনও উপস্থিতি থাকবে না এবং আলোচনা ফলপ্রসূ হতে হবে।

পিটিআই-এর অভ্যন্তরীণ সূত্রগুলোর পক্ষ থেকে বলা হয়েছে, দল এখন আনুষ্ঠানিকভাবে সংলাপ এগিয়ে নিতে সরকারের সঙ্গে যোগাযোগ করবে।

পিটিআই জানিয়েছে, অতীতে আলোচনার প্রচেষ্টা মিডিয়ার নজরদারিতে ব্যর্থ হয়েছিল। তাই এবার আরও বিচক্ষণ এবং মনোযোগী পদ্ধতির পক্ষে তারা পরামর্শ দিচ্ছে।

দ্য নিউজকে গোহর বলেছেন, তিনি শেহবাজ খানের প্রস্তাব ইমরান খানের কাছে পৌঁছে দেন। তবে ইমরান খানে তাকে কী নির্দেশনা দিয়েছেন- সেই সম্পর্কে বিস্তারিত তিনি কিছু জানাননি।

পিটিআই’র চেয়ারম্যান বলেছেন, আমাদের মধ্যে কী আলোচনা হয়েছে তা আমি প্রকাশ করতে পারছি না।

প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি জাতীয় পরিষদে শেহবাজ শরিফ এক বক্তৃতায় পিটিআই’কে জাতীয় আলোচনার জন্য আমন্ত্রণ জানান। এরপরেই ইমরানের পক্ষ থেকে এমন ইতিবাচক সাড়া আসলো।

 

 

 

Please Share This Post in Your Social Media

শেহবাজ শরিফের প্রস্তাবে রাজি ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক
Update Time : ০৮:২৬:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা এবং কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দেশটির সরকারের সঙ্গে আলোচনার প্রস্তাবে রাজি হয়েছেন। বৃহস্পতিবার (১৫ মে) জিও নিউজের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

সম্প্রতি আলোচনার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ প্রস্তাব দেন। সূত্রের বরাতে জিও নিউজ বলছে, পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গোহর আলি খানকে আলোচনার জন্য অনুমতি দিয়েছেন ইমরান। গত সোমবার আদিয়ালা কারাগারে ইমরান খানের সঙ্গে দেখা করেন গোহর আলি।

ইমরান খান জানিয়েছেন, এসব আলোচনায় টেলিভিশন, ক্যামেরার কোনও উপস্থিতি থাকবে না এবং আলোচনা ফলপ্রসূ হতে হবে।

পিটিআই-এর অভ্যন্তরীণ সূত্রগুলোর পক্ষ থেকে বলা হয়েছে, দল এখন আনুষ্ঠানিকভাবে সংলাপ এগিয়ে নিতে সরকারের সঙ্গে যোগাযোগ করবে।

পিটিআই জানিয়েছে, অতীতে আলোচনার প্রচেষ্টা মিডিয়ার নজরদারিতে ব্যর্থ হয়েছিল। তাই এবার আরও বিচক্ষণ এবং মনোযোগী পদ্ধতির পক্ষে তারা পরামর্শ দিচ্ছে।

দ্য নিউজকে গোহর বলেছেন, তিনি শেহবাজ খানের প্রস্তাব ইমরান খানের কাছে পৌঁছে দেন। তবে ইমরান খানে তাকে কী নির্দেশনা দিয়েছেন- সেই সম্পর্কে বিস্তারিত তিনি কিছু জানাননি।

পিটিআই’র চেয়ারম্যান বলেছেন, আমাদের মধ্যে কী আলোচনা হয়েছে তা আমি প্রকাশ করতে পারছি না।

প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি জাতীয় পরিষদে শেহবাজ শরিফ এক বক্তৃতায় পিটিআই’কে জাতীয় আলোচনার জন্য আমন্ত্রণ জানান। এরপরেই ইমরানের পক্ষ থেকে এমন ইতিবাচক সাড়া আসলো।