গোপনে ভারত সফরে তালেবানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা!

- Update Time : ০৮:২১:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
- / ৯ Time View
আঞ্চলিক উত্তেজনার মধ্যে গোপনে ভারত সফর করেছেন আফগানিস্তানের তালেবান সরকারের ডেপুটি উপ-স্বরাষ্ট্রমন্ত্রী মোল্লা মোহাম্মদ ইব্রাহিম সদর। ভারতীয় এক মিডিয়ার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে সংবাদসংস্থা খামা প্রেস।
প্রতিবেদনে বলা হয়েছে, সানডে গার্ডিয়ান ১৪ মে তাদের রিপোর্টে বলেছে তালেবানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী এবং তালেবানের সুপ্রিম নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদার ঘনিষ্ঠ ইব্রাহিম সদর সম্প্রতি গোপনে ভারত সফর করেছেন।
তালেবান সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার কয়েকদিন পরে দিল্লিতে যান ইব্রাহিম। তবে ঠিক কী কারণে তালেবানের এই নেতা গোপনে ভারত সফর করেছেন- সেই সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি।
সানডে গার্ডিয়ান জানিয়েছে, ভারত-পাকিস্তানের উত্তেজনাকর পরিস্থিতি ইব্রাহিমের ভারত সফরের কারণ হতে পারে। আফগানিস্তানের এই ডেপুটি উপ-স্বরাষ্ট্রমন্ত্রীমন্ত্রী পাকিস্তানবিরোধী হিসেবে পরিচিত।
তবে তার এই সফর নিয়ে ভারত বা তালেবানের মুখপাত্র কেউ-ই প্রকাশ্যে কিছু বলেনি। এ ছাড়া ইব্রাহিম ভারত সফরকালে কার সঙ্গে দেখা করেছেন- সেই সম্পর্কেও কিছু বলা হয়নি।