উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পরকিয়ার জেরে স্ত্রী খুন: স্বামী আটক

- Update Time : ০২:০৩:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
- / ১৩৪ Time View
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পারিবারিক কলহে স্বামীর ছুরিকাঘাতে নিহত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৩ মে) রাত পৌণে ৯ টারদিকে উপজেলার ১৯নং রোহিঙ্গা ক্যাম্পের এ-৭ ব্লকে এ ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশের তথ্যসুত্রে জানা গেছে, নিহত রেহেনা বেগম (২৯)কে নিজেদের বস্তিঘরে বাকবিতন্ডার একপর্যায়ে স্বামী নুরুল ইসলাম (৩১) উপর্যুপরি ছুরিকাঘাত করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।খবর পেয়ে ৮ এপিবিএন’র একটি টহলদল ওই ব্লকের বাসিন্দা আব্দুস শুক্কুরের পুত্র নুরুল ইসলামকে আটক করা হয়।নুরুল ইসলামের এক প্রতিবেশী জানান, রেহেনা বেগম এক পুরুষের সাথে অনৈতিক সম্পর্কে লিপ্ত থাকায় তার স্বামী ক্ষিপ্ত ছিল এবং এহেন ঘটনা ঘটায়।
বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসাইন বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে পরকীয়ার জেরে তৈরি হওয়া পারিবারিক কলহের কারণে এই হত্যাকান্ড ঘটতে পারে।ঘটনায় আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়